Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

বিটকয়েন কি?কিভাবে আয় করবো ।

$
0
0

বিটকয়েন কি?

বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে । বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় 950 ডলার । অর্থাৎ BITCOIN = $950 !!!bitcoin-764421

১ টাকা = ১০০ পয়সা । তেমনি ১ বিটকয়েন = ১,০০,০০,০০০ সাতোশি ( ১ কোটি শাতোশি) আবার ১০০ শাতোশি = ১ বিট

Bitcoin এর মাধ্যমে আপনি অন্যান্য পেমেন্ট প্রসেসর  যেমন Skrill, Perfect money   Bkash- Dusbangla -bank -mobile- resharce ইত্যাদী এর মতোই লেনদেন করতে পারবেন।  বিভিন্ন ফরেক্স ব্রোকারও এখন বিটকয়েন support করছে। Bitcoin একাউন্ট খুলতে নিচের পদ্ধতি অনুসরন করুন।

বিটকয়েন একাউন্টঃ

 

Open a bticoin account and get 1000 shatoshi free

আপনি এই একাউন্ট টি করলেন xapo  তে। একাউন্ট করে সব ইনফরমেশন আপডেট করুন। বিটকয়েন এড্রেস পাবার জন্য Receive এ ক্লিক করুন। ভেরিফাই করতে বলবে। সব ইনফরমেশন দিন। এবার নিচের চিত্রের মতো একটা উইনডো আসবে। নিচের লাল দাগে ঘেরা কিছু ডিজিটের একটা এড্রেস দেখা যাচ্ছে। আপনার একাউন্টেও এরকম একটা এড্রেস show করবে। ওটাই আপনার বিটকয়েন এড্রেস। মনে রাখবেন আপনার এড্রেস টা অন্য কারো এড্রেসের সাথে মিলবেনা। প্রত্যেকের এড্রেস আলাদা আলাদা…। 

xapo

 

 

 

খুব সহজে প্রতি ঘণ্টায় আয় করুন ফ্রি বিটকয়েন

  • আরো জানতে   http://www.earningtech24.com/

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles