স্মার্টফোন কেনার জন্য মানুষ এখন প্রথম যে বিষয়টি খেয়াল করে তা হচ্ছে ফটোগ্রাফি। আর এই ফটোগ্রাফি প্রেমীদের জন্য অবশ্যই শক্তিশালী ডুয়েল ক্যামেরা স্মার্টফোন দরকার। মোবাইল বাজারে এবং Online Shopping সাইট গুলিতেও বেশ কিছু ডুয়েল ক্যামেরা স্মার্টফোন রয়েছে।
এদের মধ্যে রয়েছে-
iPhone 7 Plus: অ্যাপলের ফোনগুলির প্রতি মানুষের দুর্বলতার কমতি নেই। এবার অ্যাপলের আইফোন ৭ প্লাসে যোগ করা হয়েছে শক্তিশালী ডুয়েল ক্যামেরা। যেখানে আছে এফ/১.৮ এবং এফ/২.৮ অ্যাপারচার। এছাড়াও অত্যাধুনিক ফ্ল্যাশ এবং ২এক্স অপটিক্যাল জুম ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরার স্মার্টফোনটিতে।
Huawei Honor 6X: হুয়াউই এর নতুন স্মার্টফোন Huawei Honor 6X ফোনটিতে যোগ করা হয়েছে ৬পি আই অন্স। এবং এতে আরও রয়েছে ফেস ডিটেকশন অটোফোকাস। ফোনটির প্রথমটিতে আছে ১২ মেগাপিক্সেল সেন্সর এবং অপরটিতে রয়েছে ২ মেগা পিক্সেল সেন্সর। দারুন এই ডুয়েল ক্যামেরার স্মার্টফোনটির সামনে যোগ করা হয়েছে ৮ মেগা পিক্সেল সেন্সর। ফোনটি এখন শুধুমাত্র চীনের বাজারে পাওয়া যাচ্ছে।
Lenovo Phub 2 Plus: পিছনে ১৩ এবং সামনে ৮ মেগা পিক্সেলের ফোনটিতে রয়েছে আই এফ ডি ফ্ল্যাশ। পিডিএএফ লেজার অটোফোকাস এবং এফ/২.০ অ্যাপারচার রয়েছে স্মার্টফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন।
LG G5: পেছনে ১৬ মেগাপিক্সেল এবং ৮ মেগা পিক্সেলের এই স্মার্টফোনটি ডুয়েল ক্যামেরার ফোনগুলির মধ্যে বেশ জনপ্রিয়। স্মার্টফোনটির প্রথম ক্যামেরাতে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার, ফেস ডিটেকশন এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। আর দ্বিতীয় ক্যামেরাতে রয়েছে এফ/২.৮ অ্যাপারচার এবং ১৩৫ ডিগ্রী অ্যাঙ্গেল। ফোনটির সামনে ৮ মেগা পিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
LG X Cam: এলজির অন্য একটি স্মার্টফোন এলজি এক্স ক্যাম যাতে ডুয়েল ক্যামেরা যোগ করা হয়েছে। যার সামনে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল ক্যামেরা। এবং পিছনে ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে।
শক্তিশালী ডুয়েল ক্যামেরার স্মার্টফোন গুলির মধ্যে এই স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়।