Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

বিশ্বের প্রথম 5.7’’ কোয়াড+ ডিসপ্লের স্মার্টফোন

$
0
0

বিশ্বের বাজারে প্রথম আসতে যাচ্ছে 5.7’’ কোয়াড এইচ ডি প্লাস ডিসপ্লে সমৃদ্ধ Smartphone। LG ব্র্যান্ডের নতুন স্মার্টফোন LG G6 এ থাকছে এই 5.7’’ কোয়াড এইচ ডি প্লাস ডিসপ্লে। বিশ্বের বাজারে যা প্রথম।

কিছুদিন পর পরই নতুন নতুন স্মার্টফোন আসছে বাজারে ভিন্ন ভিন্ন ফিচার নিয়ে। এবং তাদের মধ্যে অনেক গুলিতেও যোগ করা হয়েছে বিভিন্ন ধরনের সেন্সর। ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি চার্জিং, সেন্সর, গ্যামিং সব ক্ষেত্রেই নিয়ে আসা হচ্ছে নতুণত্ব। টেকনোলজির সেই ধারাবাহিকতায় আসছে LG G6। যার ডিসপ্লেতে যোগ করা হয়েছে এক্সট্রা সুবিধা।

LG G6 স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন যোগ করা হয়েছে 2880*1440 পিক্সেল। এই ধরনের ডিসপ্লেতে রয়েছে এক্সট্রা কিছু সুবিধা। আর তাই এই ডিসপ্লে কে বলা হচ্ছে কোয়াড প্লাস ডিসপ্লে। এই ফোনের নতুন ডিসপ্লে প্যানেল হবে খুবই চিকন এবং হালকা। এর ডিসপ্লের মডিউল অনেক বেশি চিকন। যা 1 মিলিমিটারের থেকেও কম। এলজি এর In Touch Technology এর জন্যই এসব সম্ভব হয়েছে।

নতুন এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যাজেল আগের ফোন গুলির তুলনায় কমে গিয়েছে। G6 স্মার্টফোনের উপরের অংশে ব্যাজেল কমেছে 20%। এবং ফোন টির দুই সাইট থেকে ব্যাজেল কমেছে 10%। এমন ফিচারের জন্য একে স্মার্টফোন কিলারও বলা যেতে পারে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটাই বছরের সেরা ডিসপ্লের ফোন।

G6 স্মার্টফোনটির Outdoor Visibility আগের ফোন গুলির থেকে বেশি। পুর্বের ফোন গুলির থেকে 10% বেশি। ডিসপ্লেতে পরিবর্তন আসার মত সুসংবাদ থাকলেও বড় আরেকটি সুসংবাদ রয়েছে এর ব্যাটারিতে। এই দারুন ডিসপ্লে টি 30% পর্যন্ত চার্জ কম খরচ করবে। এর পিক্সেল ডেনসিটি 564। এমন তথ্যই দেয়া হয়েছে LG ডেভেলপমেন্ট টীমের পক্ষ থেকে। আগামী ফেব্রুয়ারিতে বার্সেলোনায় LG G6 লঞ্চ হতে যাচ্ছে।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles