ইতিমধ্যেই বাংলাদেশে TCL ব্র্যান্ডের দুইটি মডেল লঞ্চ হয়েছে। TCL 560 এবং TCL 562 মডেলের ফোন দুইটির লঞ্চিং অফার আজই শেষ। সফলতার সাথে পদার্পনের পর হ্যান্ডসেট দুইটি পুরো দেশে ভাল সারা জাগিয়েছে।
Online Shopping Site, buymobile এর হাত ধরে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। সফলতার সাথে যাত্রা শুরু করে মার্কেটে ভাল প্রভাব ফেলেছে মডেল দুইটি। সর্ব স্তরের মানুষের পছন্দের তালিকায় রয়েছে এখন মডেল দুইটি। কারন সুলভ মুল্যের হাই কনফিগারেশনের ফোন, সাথে আছে ভিন্ন ধরনের অ্যাপসের ফিচার।
560 ফোনটির লঞ্চিং অফার প্রাইজ চলছে ৭,৯৯০ টাকা। এবং 562 ফোনটির লঞ্চিং অফার প্রাইজ চলছে ১২,৯৯০ টাকা। কিন্তু এই অফার প্রাইজ আজই শেষ হতে যাচ্ছে। কাল থেকে এই নির্ধারিত প্রাইজে ফোন দুইটি পাওয়া যাবে না। কম মুল্যের হাই কনফিগারেশনের ফোনের ব্র্যান্ড বাংলাদেশের বাজারে এখন TCL।
TCL বাংলাদেশের কেন এই পদক্ষেপ ?
এই প্রশ্নের জবাবে TCL Bangladesh কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশে TCL প্রথম বারের মত শুধুমাত্র অনলাইনের হাত ধরে যাত্রা শুরু করেছে। যার ফলে কাস্টমারদের স্বল্প মুল্যে হাই কনফিগারেশনের ফোনটি পৌঁছে দেয়ার লক্ষ্যে এই প্রাইজ টি দেয়া। এবং তাদের লক্ষ্য ছিল অনেক মানুষের হাতে ফোনটি পৌঁছে দেয়া। নতুন পন্য এবং অনলাইনকে মানুষের কাছে আরও জনপ্রিয় করতে তাদের ছোট্ট এই প্রয়াস।
তারা আরও বলেছেন, তারা তাদের যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল তা মানুষের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। অনেক গ্রাহক তাদের মতামতও দিয়েছেন। তারা শপ থেকে কিনতে আগ্রহী। তাই তাদের কথার প্রাধান্য দিয়ে নিউ স্টক আগামী কাল থেকে শুরু হচ্ছে। দেশের বেশ কিছু শপে পাওয়া যাবে ফোন গুলি। এবং এর সাথে পন্যের দাম কিছু বৃদ্ধি পাবে।
এর সাথে ম্যানেজমেন্ট আরেকটি উত্তর দিয়েছেন, যেহেতু বাংলাদেশে শপভিত্তিক অনেক খরচ। যেমন- ডিলার প্রাইজ এবং রিটেইল প্রাইজ থাকে। তাই সব বিষয় মাথায় রেখে আগামীকাল থেকে দাম বৃদ্ধি পাবে।