ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন শাওমীর ভাইস প্রেসিডেন্ট, হুগো বারা – প্রাক্তন গুগল নির্বাহী । ব্রাজিলিয়ান কম্পিউটার প্রকৌশলী, হুগো বারা ২০১৩ সালে গুগল থেকে যোগ দেন সে সময়ের নতুন প্রতিষ্ঠান শাওমীতে । তার সময়েই চীনের ছোট মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ভারত সহ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধণশীল স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয় ।
শাওমী প্রবৃদ্ধি অর্জন করলেও সুদীর্ঘ চার বছরের লম্বা প্রবাস জীবনে ক্রমেই ক্লান্ত হয়ে ওঠেন হুগো বারা । তাই এই বছরের ফেব্রুয়ারীতে চাইনিজ নববর্ষের পরই তিনি ফিরে যাচ্ছেন তার দীর্ঘ দিনের কর্মস্হল সিলিকন ভ্যালিতে । আর তারপরই তিনি সিদ্ধান্ত নেবেন যে নতুন কোন পথে পা বাড়াবেন এবার । তবে পদত্যাগ করলেও গাঁটছড়া খুলছেন না শাওমীর সাথে । আনুষ্ঠানিক দায়িত্ব ছেড়ে দেবার পরেও শাওমীর পরামর্শক হিসেবে যুক্ত থাকছেন ।
↧
শিওমী ভিপি হুগো বারা পদত্যাগ করলেন
↧