Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

বাংলা ফটোশপ টিউটরিয়াল PDF আকারে সংগ্রহে রাখুন

$
0
0

আসসলামু আলাইকুম। আপনারা কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। ফটোশপ সফটওয়্যার শুধু গ্রাফিক্স ডিজাইনাররা ব্যবহার করে এমন নয়। ছবি এডিট করার জন্য বা গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপ সফটওয়্যার এর বিকল্প নেই। এই ধারাবাহিক টিউটোরিয়ালে ফটোশপ নিয়ে শুরু থেকে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যারা আগে কখনো ফটোশপ সফটওয়্যার ব্যবহার করেনি তারাও এই টিউটোরিয়াল অনুসরণ করে ফটোশপ সফটওয়্যার সম্পর্কে পুরোপুরি ধারণা পাবে। এছাড়াও রয়েছে এডভান্স টিউটোরিয়াল যা দেখে ফ্রিল্যান্সিং করে অনলাইনেও আয় করা সম্ভব। ব্যেসিক থেকে ধীরে ধীরে এডভান্স লেভেলে যাওয়া হয়েছে। ফটোশপ টিউটোরিয়াল ডিভিডিতে সকল HD ভিডিও ছাড়াও সফটওয়্যার, ফন্ট, সোর্সফাইল সহ আরও অনেক কিছুই দেয়া আছে। তাহলে আজই শুরু হয়ে যাক ফটোশপ সফটওয়্যারের মাস্টার হওয়া! যাহোক আজ আমি বাংলা ভাষায় রচিত ফটোশপ শেখার পিডিএপ ফাইল শেয়ার করব। যদি এ বিষয়ে কোন টিউন হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটু বলি যদি এ পিডিএপ ফাইল সর্ম্পকে জানা থাকে তাহলে আপনাকে মনে করিয়ে দিলাম। ফটোশপ শিখার শখ কার না আছে ! তাও আবার বাংলা ভাষায়। যাইহোক কাজের কথায় আশি আমি আপনাদের সাথে যে ফটোশপের পিডিএপ ফাইল শেয়ার করব সেটির সাহায্যে ফটোশপ খুব সহজেই শিখতে পারবেন। কারন এটি বাংলা ভাষায় রচিত হয়েছে একে আরো সহছভাবে শেখার জন্য এর সাথে স্কিনশটও দেওয়া আছে। এটি ডাউনলোড করেন তাহলেই বুঝতে পারবেন। Bangla Photoshop Tutorial টি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন।

অ্যান্ড্রয়েড Apps ও Games ডাউনলোড করতে এই সাইটে ঘুরে আস্তে পারেন।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles