আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই? অনেক দিন পরে আমি নেয়ে আসেছি একটি সুন্দর লোগো ডিজাইন নীয়ে।
অনলাইনে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ভেক্টর ইলিউশন ডিজাইন এর খুব চাহিদা আছে।
আর এই সব ডিজাইন এর জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর ছাড়া অন্য কোন সফটওয়্যার ভালো ভাবে ডিজাইন করা সম্ভব না। ফটোশপ পেও ডিজাইন করা জাই তবে ফটোশপ হল একটি পিক্সেল ভিত্তি সফ্টওয়্যার এতে লোগো বা বিজনেস কার্ড ডিজাইন এর মান ভালো রাখা সম্ভব না কারন প্রিন্ট করার সময় পিক্সেল খারাপ হয়ে জাই। অ্যাডোব ইলাস্ট্রেটর ডিজাইন হল একটি ভেক্টর ভিত্তি সফ্টওয়্যার এতে ডিজাইন করে প্রিন্ট করলে সেই প্রিন্টএর গুণগত মান ভালো থাকে, প্রিন্ট করার সময় পিক্সেল খারাপ হয়ে জাইনা। সেই কারনেই অ্যাডোব ইলাস্ট্রেটরের মার্কেটে খুব চাহিদা। এবং অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে গ্রাফিক ডিজাইনার হেসেবে কাজ পেতে পারেন, যেমন upwork.com, Ifreelencer.com, guru.com।
আমি দেখিয়েছি যে অ্যাডোব ইলাস্ট্রেটরের কি ভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করবেন, আর সব সময় চেষ্টা করবেন যে আপনার ডিজাইনের গুনমান ভালো রাখতে র আকর্ষণীয় করে তুলতে, জাতে ক্লাইন্ট আপনার ডিজাইন পছন্দ করে। আমি আমার সব টিউটোরিয়ালে চেষ্টা করেছি যে গুনমান বজাই রেখে আপনাদের কাছে পৌছাতে। আজ এখেনেই শেষ করলাম, আবার নতুন ডিজাইন নীয়ে আপনাদের কাছে আমি হাজির হবো ভালো থেকবেন সবাই আমি আল্লাহর কাছে দোয়া করছি।
আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে।