Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

জিপি সিম+অ্যানড্রয়েড দিয়ে Psiphon এর সাহায্যে ২৪ ঘন্টা খুব সহজেই হাই স্পিড ফ্রি ইন্টারনেট ব্যাবহার করুন

$
0
0

আসসালামু আলাইকুম।

টেক টুইটস এ এটি আমার প্রথম পোষ্ট। আশাকরি সবার ভাল লাগবে এবং সবাই উপকৃত হবেন।

আমাদের অনেকেই স্টুডেন্ট মানুষ এবং বাংলাদেশে ইন্টারনেট প্যাকেজ গুলোর দাম অনেক বেশি হওয়াতে আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহার থেকে বঞ্চিত হই, তাই একটু ফ্রি তে ইন্টারনেট ব্যাবহার করা গেলে মন্দ হয় না। এটি একটি অনৈতিক কাজ , তাই যাদের টাকা দিয়ে কিনে ব্যাবহার করতে পারবেন তারা চেস্টা করবেন ইন্টারনেট কিনে ব্যাবহার করার।

যাদের এত বড় টিউন পড়ার মত সময় নাই তারা নিচের টিউটোরিয়াল টি দেখতে
পারেন

যাইহোক মূল কথায় আসি, আমি প্রথমেই বলে রাখি এই সিস্টেমে সব সিমে কাজ নাও হতে পারে তাই কাজ না করলে অযাথা বাজে মন্তব্য করে আপনার রুচির পরিচয় দিবেন না।

এই কাজটি করতে হলে যা যা প্রয়োজনঃ

  • একটি পুরনো জিপি সিম। (জিপি পল্লী সিম, ০১৭১XXXXXXX হলে ভাল হয়)
  • একটি অ্যানড্রয়েড ফোন/ট্যাব।
  • Psiphon অ্যাপ।   (ডাউনলোড)
  • একটু বুদ্ধি

প্রথমেই বলে রাখি এই ট্রিকটি নতুন সিরিজের সিম গুলতে কাজ না করার সম্ভাবনা বেশি তাই আমি পুরনো সিরিজের সিম (পল্লি) সিম দিয়ে এইটি চেষ্টা করতে বলব।

এবার আপনার সিমে কোনো ইন্টারনেট প্যাকেজ কেনা থাকলে সেটি বন্ধ করে ফেলতে হবে।

 

ইন্টারনেট প্যাকেজ বন্ধ করতে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন, “STOP” আর পাঠিয়ে দিন “5000” নম্বরে।

ইন্টারনেট প্যাকেজ বন্ধ হয়ে গেলে একটি “Confirmation” SMS পাবেন এইরকম,

“Internet pack stopped successfully. To buy Internet pack again, dial *121*3#”

 

এইবার Easynet চালু করতে হবে। Easynet চালু করতে ডায়াল করুন *5000*55#

Easynet চালু হয়ে গেলে একটি “Confirmation” SMS পাবেন এইরকম,

“Easy net Internet Started successfully. To Enjoy free Internet click on the

link: http://wap.gpstore.co/easynet, To Check Internet balance, dial *121*1*4#.”

 

এইবার, আপনার ফোন একবার বন্ধ করে চালু করতে হবে। ফোন চালু করার পর Psiphon ইন্সটল করুন ও ওপেন করুন।

ওপেন হয়ে গেলে এই রকম স্ক্রিন আসবে,

Psiphon Handler মেনু

 

  • এখান থেকে “Remove Port” এ টিক দিয়ে দিন।
  • “Proxy Type” এ “Real Host” অথবা “Dual Real Host” সিলেক্ট করুন।
  • “Proxy Server” এ লিখুন, “www.gpeasynet.com”

  • নিচে এসে “Save” এ ক্লিক করুন।

Psiphon Log

“Log” এ ক্লিক করলে দেখতে পারবেন Psiphon তার সার্ভার এর সাথে কানেক্ট করার চেস্টা করছে। এবং কানেক্ট হয়ে গেলে অটোমেটিক হোম পেজে চলে যাবে এবং নিচের মত একটি পেজ দেখাবে

Psiphon Home Page

এইবার Psiphon মিনিমাইজ করে আপনি আপনার ফোনের যেকোনো Application ব্যাবহার করতে পারবেন। 😀 😀

 

এরপরেও যারা বুঝতে পারেননি তারা আমার বাংলায় বানানো টিউটোরিয়াল টি দেখুন। এখানে সুন্দর করে দেখিয়ে ও বুঝিয়ে দেয়া হয়েছে।

আর সব সময় ফ্রি ইন্টারনেটের আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যনেল Subscribe করে রাখুন। এবং টিউটোরিয়াল টি ভালো লাগলে লাইক ও সেয়ার করতে ভুলবেন না। আর কিছু জানার বা বলার থাকলে অবশ্যই Comment করে জানাবেন।

সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আশা করি সামনে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles