Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Computer ব্যবহারকারীদের কিছু প্রয়োজনীয় Software। যা সবারই দরকার লাগে।

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সব সময় সবাই ভাল থাকুন এটাই কামনা করি সারক্ষন। অনেকদিন পর আবারও নতুন টিউন করতে বসলাম। দৈনন্দিন জীবনে যারা প্রতিনিয়ত পিসি ইউজ করি তাদের অনেক সফটওয়্যারের প্রয়োজন হয়। কিংবা যারা নতুন উইন্ডোজ সেটআপ করেছেন তাদের এই সফটওয়্যারগুলোর প্রয়োজন হয়। অনেকের এই সব সফটওয়্যারগুলো সংগ্রহে থাকে। তাই যাদের প্রয়োজন তারা এই সফটওয়্যারগুলো দেখে নিতে পারেন।

১. Microsoft Office :

লেখা-লেখি, হিসাব-নিকাশ বা প্রেজেন্টেশনের জন্য এই সফটওয়্যারের প্রয়োজন হয়। MS word, MS excel, MS powerpoint সহ আরো অনেক ধরেনের সফটওয়্যার থাকে। Microsoft office 2007 এর সফটওয়্যারটার লাইসেন্স ভার্সন আমার কাছে আছে।

ডাউনলোড লিংক

২. Bijoy :

Bangla Typing এর জন্য বিজয় সফটওয়্যারের তুলনা নাই। Bijoy 21, Bijoy 52, Bijoy 71 সহ আরো অনেক ধরনের ভার্সন আছে। তার মধ্যে আমি Bijoy 21 টাই ভাল মনে করি।

ডাউনলোড লিংক

৩. Nikosh Converter

নরমাল ফন্ট থেকে ইউনিকোড এ কনভার্ট এর জন্য এই সফটওয়্যার ব্যবহার করা হয়।

Download Link

৪. Antivirus :

আপনার পিসিকে সকল ধরনের ভাইরাস, মালওয়্যার থেকে রক্ষা করার জন্য ভাল একটি এন্টি ভাইরাস ব্যবহার করতে হবে। আমি আজ এটা এন্টিভাইরাস এর ডাউনলোড লিংক দিয়েছি যার নাম হল – Bitdefender internet security 2017 এটিও ব্যবহার করতে পারেন। আর আপনার পছন্দমত এন্টিভাইরাস ডাউনলোড করতে Antivirus & Security এই পেইজ থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Bitdefender ডাউনলোড লিংক

৫. Web Browser :

ইন্টারনেট ব্যবহারের জন্য ব্রাউজার একটা গুরুত্বপূর্ন সফটওয়্যার। Mozila Firefox, Google Chrome, Opera সহ অনেক ধরনের ব্রাউজার আছে। তার মধ্যে google chrome and mozila firefox ই আমার কাছে ভাল মনে হয়। আর যদি আপনার কেউ TOR Browser ব্যবহার করতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।

 

৬. Media Player :

যেকোন ধরনের ভিডিও চালাতে মিডিয়া প্লেয়ার একটা গুরুত্বপূর্ন সফটওয়্যার। অনেক ধরনের মিডিয়া প্লেয়ার আছে, যার মধ্যে VLC, KM Player, Media player classic ইত্যাদি অন্যতম।

ডাউনলোড লিংক

আজ তাহলে এই পর্যন্তই। যে কোন ধরনের  Latest Software ডাউনলোড করতে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

সকল ধরনের সফটওয়্যারের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে লাইকে দিয়ে সাথেই থাকুন।

সবাই ভাল থাকবেন। কারো কাছে এই টিউনটা সহজ। আমার অনেক সময় এই সহজ বিষয়গুলোই কারো কাছে কঠিন মনে হয়।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles