আশা করি সকলে ভালোই আছেন । আজ আমার এই পোস্টটি কেবল মাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর জন্য । আসল কথায় আসি , আমি এখন আপনাদের সাথে কয়েকটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেগুল আমার ব্যক্তিগত ভাবে ভাল লেগেছে । তাই সেগুলো শেয়ার করার উদ্দেশে্য এও পোস্টটি লিখছি –
১) জনপ্রিয় সকল বাংলা সংবাদপত্র – নিজেকে আপডেট রাখতে এই অ্যাপ টি আমাকে সাহায্য করে । এতে দেশের সকল জনপ্রিয় সংবাদপত্রের কালেকশান আছে । প্রতিদিন সকাল বেলা এই অ্যাপটির মাধ্যমে সব দৈনিকে চোখ বুলানো সম্ভব । আশা করছি অ্যাপ টি আপনাদের ভাল লাগবে ।
এটি গুগল প্লে তে ফ্রি পাওয়া যাবে । বা এখান থেকেও নিতে পারেন –
২) কোরআনের ও হাদিসের আলোকে ঘটনা– নানা রকম গল্প পড়ার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু শিক্ষা মূলক ঘটনা পড়তে আমার খুব ভাল লাগে । এই রকম কিছু ঘটনা নিয়ে একটি ফ্রি অ্যাপ আছে । আমি নিয়ম করে ( বিশেষ করে প্রতি শুক্র বার ) একটি করে ঘটনা পড়ার চেস্টা করি । অনেক ভাল একটা ইসলামিক অ্যাপ এটি । আশা করি ভাল লাগবে আপনাদের –
৩) Rocket Booster – একটি সিম্পল এবং ভাল মানের বুস্টার টূল এটি । এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসের জাঙ্ক ক্লিন করতে পারবেন খুব সহজেই , তাছাড়া এক ট্যাপ করেই র্যাম বুস্ট করতে পারবেন । আর সুন্দর অ্যাপস ম্যানাজারতো আছেই । তবে এই অ্যাপ এর সবথেকে বেশি ভাল যেই ফিচারটা সেটি হল ব্যাটারি সেভিং সিস্টেম । একবার ডাউনলোড করেই দেখুন , ভাল লাগবে –
৪) Monster Destroy – ৩ মেসিং গেইম – আগেই বলে নেই , গেইমটি আমার তৈরি । ৩ মেসিং গেইম এর প্রুতি ভাল লাগাটা অনেক আগের । অনেক ফ্লেবারে খেলেছি এই টাইপ গেইম । বিভিন্ন রকমের ফ্লেবারের মধ্যে এই গেইমটি অনেক মজা লেগেছে । অবসরে বুদ্ধির ব্যায়াম এর জন্য এই টাইপ গেইম আমার কাছে পারফেক্ট লাগে ।গেইমটি প্লে – স্টোর থেকে নিতে পারেন – বা এখানে ক্লিক করেন – । আজ এই পর্যন্তই , আগামিতে আবার কিছু ভাল অ্যাপ শেয়ার করবো ইন্সাল্লাহ । সেই পর্যন্ত ভাল থাকবেন , সুস্থ থাকবেন ।