Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আসুন বন্ধুরা পরিচিত হই একটি বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্ক এর সাথে।

$
0
0

হাই। কেমন আছেন বন্ধুরা? আমি ও ভালো আছি। হুম দীর্ঘদিন পর লিখতে বসলাম তাই আজ আর কোন টিপস লীখবো না। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো বাংলাদেশি কিছু উদ্দামি তরুণদের পরিশ্রমের ফসল এর সাথে আমি আশা করি তারা একদিন সোশ্যাল নেটওয়ার্কিং এর জগতে নেতৃত্ব দিবে। কয়েকদিন আগে নেট ঘাটাঘাটি করতে গিয়ে Friendz24.com সাইট খুজে পাই। কেমন যেন একটু আগ্রহ পেলাম তাই শখের বসে একটা অ্যাকাউন্ট করলাম। অমা একি দেখি সাইটা দেখতে অনেকটা ফেসবুকের মত। তারপর শুরু করলাম ঘাটাঘাটি তখন তাদের ফিচার ও ওয়ার্ক দেখে আমার চক্ষুচড়কগাছ বাংলাদেশিরাও যে পারে সেটা বুঝলাম ফেসবুক, টুইটার, লিংকডইন এর সকল ফিচার ও এক্সট্রা আরো বেশকিছু ফিচার দিয়ে তাদের সোশ্যাল মিডিয়া তৈরি করেছে।  তাদের ফিচার গুলোর মধ্যে রয়েছে

১)  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লগইন সিস্টেম

২) রিয়েল টাইম নোটিফিকেশান

৩) রিয়েল টাইম মেসেজিং

৪) পেজ ও গ্রুপ তৈরি করার সুবিধা

৫) ৩ ধরনের অ্যাকাউন্ট বানানোর সুবিধা

৬) পেজ পোস্ট ও প্রোডাক্ট বুস্ট করার সুবিধা

৭) অডিও, ভিডিও কলিং সুবিধা

8) টেক্সট মেসেজিং সুবিধা

৯)  অডিও, ভিডিও, এনিমেটেড ছবি, বিভিন্ন ফরম্যাট এর ফাইল শেয়ার করার সুবিধা,

১০) নিজেস্ব মার্কেটপ্লেস যেখান থেকে আপনি সহজেই আপনার পছন্দের প্রোডাক্ট ক্রয়-বিক্রয় ও চাকরি খুজে নিতে পারবেন

১১)  পোলিং সিস্টেম, ফিলিং শেয়ারিং, বিসনেজ প্রোফাইলিং, ইউজার তার পছন্দ মত প্রোফাইল ফটো, কভার ফটো ও ব্যাকগ্রাউন্ড ফটো দিতে পারবে।

১২)  যারা CSS কোডিং জানে তারা তাদের প্রোফাইল ইচ্ছামত ডিজাইন করতে পারবে css ফাইল আপলোড এর মাধ্যমে।

১৩)  ফটো সহ বিভিন্ন ফরম্যাট এর ফাইল যেমন এক্সেল, ওয়ার্ড, টেক্সট, অডিও, ভিডিও, এনিমেটেড ফটো, পিডিএফ ফাইল শেয়ার ও ডাউনলোড করতে পারবেন।

১৪) এছাড়াও আরো ১০০ এর উপর ফিচার নিয়ে বর্তমান সোসিয়াল নেটওয়ার্ক friendz24.com চালু হয়েছে।

আমি একজন গর্বিত বাঙ্গালী হিসাবে তাদের সাফল্য কামনা করি। তারা যেন সোশ্যাল মিডিয়ার জগতে নেতৃত্ব দিতে পারে।

তাই বাঙালি হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিৎ friendz24.com এ একটি করে অ্যাকাউন্ট খুলে তাদের উৎসাহী করা। তাই আসুন গনহারে একটি করে অ্যাকাউন্ট খুলি। লিঙ্কঃ https://friendz24.com

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles