Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

কয়েকটি সহজ উপায়ে Computer/Laptop কে Fast করে নিন।

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষন। আজ একটা সহজ বিষয় নিয়ে আলোচনা করব। সহজ হলেও অনেকের কাছে বিষয়টা অজানা থাকতে পারে। তারপরও সবার সাথে শেয়ার করলাম। আপনার কমপিউটার যদি স্লো  হয়ে থাকে তাহলে কয়েকটি উপায়ে চেষ্টা করেন অবশ্যেই আপনার পিসি ফাস্ট হবে। সাধারনত পিসি স্লোহ হয়ে থাকে বিভিন্ন কারনে তার মধ্যে

১. পিসির হার্ডওয়্যারে সমস্যা থাকলে।

২. ভাইরাস এ আক্রান্ত থাকলে।

৩. হার্ডডিস্কে জায়গা খালি কম থাকলে।

৪.  অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনষ্টল করা থাকলে।

আরো বিভিন্ন কারনে পিসি  স্লো  হয়ে থাকতে পারে তার জন্য কি কি করবেন? আমি  এই নিয়ে একটা ভিডিও তৈরী করেছি সবাই দেখে নিতে পারেন।  এই চ্যানেলটা আমি নতুন তৈরী করেছি। প্রথমে সহজ কিছু ভিডিও আপলোড করছি ধীরে ধীরে আমি চেষ্টা করব আরো ভাল ভিডিও তৈরী করতে। তার জন্য আপনাদের সবার সহযোগীতা দরকার। কারন ভিউয়াররা যাদি ভিডিওগুলো দেখেন তাহলে অনুপ্রেরনা বাড়ে। আর ভাল মানের ভিডিও তৈরীতে আগ্রহ বাড়বে। তাই আপনার ভাল-মন্দ সকল বিষয়গুলো আমাকে ধরিয়ে দিতে সহযোগীতা করবেন। তাই আমি এগিয়ে যেতে পারব। ইউটিউবে আমি নতুন তাই আমি চেষ্টা করছি ভাল ভিডিও দিয়ে একটা চ্যানেল ডেভেলপ করবে।

প্রত্যেকেই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগীতা করবেন।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles