$ 0 0 চীনে ফেইসবুক নিষিদ্ধ। বাংলাদেশে ছয় মাস ফেইসবুক বন্ধ ছিল। বাংলাদেশে মধ্যরাতে ৬ ঘন্টা ফেইসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, খুব শীঘ্রই এ সংক্রান্ত সরকারী সিদ্ধান্ত প্রকাশ হবে। তাই বলে কী আপনি সামাজিক যোগাযোগ বন্ধ রাখবেন ? না, না, না……………………………………………………………. তা হবে না………………………………………………………….. এবার আসুন বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে কানেক্ট থেকে লাইভ থাকি। ফেইসবুকের মালিক মার্ক জাকার বার্ককে তো অনেক ইনকাম করাইয়া দিয়েছি। এবার বাংলাদেশী সোসালমিডিয়ায় কানেক্ট থেকে দেশের টাকা দেশে রাখুন। কতিপয় বাংলাদেশী যুবকের নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম : friendz24 জয়েন করুন: friendz24 এ । জয়েন করতে এখানে ক্লিক করুন।