Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আপনার Mobile কে Computer থেকে চালাবেন যেভাবে। সহজ উপায়।

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় এমন প্রয়োজন হয় যে আপনার মোবাইকে কম্পিউটারের মাধ্যমে চালাতে হয়। তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাবে তা করতে হয়।  আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে ভিডিও লিংক দেওয়া আছে। ভিডিওতে পরিস্কার ভাবে দেখানো হয়েছে। ইচ্ছা করলে দেখে নিতে পারেন।

স্টেপ – ০১ :

প্রথমে আপনার Google Chrome ব্রাউজার ডাউনলোড করে নিন যাদের এই ব্রাউজার নাই। তার পর Google CHrome ব্রাউজারের Extension  এ Vysor নামে একটা এক্সটেনশন ডাউনলোড ও ইন্সষ্টল করে নিন।

স্টেপ – ০২

তারপর আপনার পিসিতে ADB Driver Install  করে নিতে হবে। যদি আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করে তাহলে universial ADB Driver নামে একটা সফওয়্যার ইন্সল করে নিন। আর যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন Adb Driver installer  নামে ড্রাইভার ইন্সষ্টল করে নিন। নিচে ভিডিওটার ডেসক্রিপশনে ইউআরএল দেওয়া আছে।

স্টেপ – ০৩

এখন আপনার মোবাইল কনফিগারেশন করতে হবে। আপনার মোবাইলের settings – About Device – software info – Build Number।  Build Number  এ ৩/৪ টা ক্লিক করলে Develper option on হবে। তার পর আপনার মোবাইল আপনার পিসির সাথে কানেক্ট করেন এবং গুগুল ক্রোমো ব্রাউজার ওপেন করেন এবং দেখেন Vysor নামে একটা এপ তৈরী হয়েছে। এখানে ক্লিক করলে আপনি এখন আপনার মোবাইলকে পিসি থেকে চালান।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন – How Control Mobile From Computer

এটা আমার নতুন আইটি রিলেটেড ইউটিউব চ্যানেল। আপনাদের অনুপ্রেরনায় আমি এগিয়ে যেতে পারব এবং ভাল ভাল ভিডিও তৈরী করতে উৎসাহ পাব। তাই আমার চ্যানেটায় একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো শেয়ার করবেন প্লিজ। এটা আমার বিশেষ রিকুয়েষ্ট।

আমার YouTube চ্যানেল। আমার ফেসবুক পেইজ


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles