Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

মেয়েদের শরীরের আকৃতি উন্নত করার জন্যে বিভিন্ন ধরণের নিয়মাবলী

$
0
0

– মেয়েদের শরীরের আকৃতি উন্নত করার জন্যে বিভিন্ন ধরণের নিয়মাবলী

এখানে কোনো ধরনের গোপনীয়তা নেই বা কোনো ট্যাবলেট নেই যেটা তোমার উপকারিতার আসবে বা তোমার শরীর চিরজীবনের মতো ঠিক রাখবে। এই ধরণের ঘটনাতে,আমরা একটু যন্ত্রচালিত পদ্ধতির মধ্যে পরে গেছি যেখানে আমরা একটা একক রাস্তায় যেতে পারি না।
সে যাই হোক আমরা এখানে কি প্রতিজ্ঞা করেছি।তোমার নিজের শরীরকে একটি নিখুঁত ধাঁচে করার জন্যে রাতের খাবার বা দুপুরের খাবার ব্যাড দেওয়ার মনোবিত্তি নিয়ে উভয়সংকটে পড়ার কোনো কারণ নেই বরং নিজেকে কলযন্ত্রে রোজ দৌড় করাও এবং এটি যেন প্রত্যেকদিন হয়। নিজের গুণমান বা নিজের শরীরকে ধ্বংস করা কখনো উচিত না। শরীর এবং স্বাস্থ্য মনের একটি অংশ যা আপনার দৈনন্দিন করা উচিত এবং এর ফলে আপনি একটি সুন্দর স্বাস্থ করতে পারবেন। নিজেকে শক্তশালী এবং উন্নত শরীর তৈরির জন্যে নিম্নে কিছু নিয়মাবলী দেওয়া হলো যা তোমার শরীর দ্রুত একটি নিখুঁত ধাঁচে আনবে

মেয়েদের শরীরের আকৃতি পরিবর্তনের বিভিন্ন ধাপ – কৈশোরে থাকাকালীন,অন্তঃসত্বা থাকাকালীন ,সন্তান জন্ম দেওয়ার পর ,এবং জোড়ার কালেও।এই দেশে প্রচুর মেয়ে আছে যারা নিজেদের শরীর উন্নত রাখতে প্রতিযোগিতায় নেমেছে। তারা খুব তাড়াতাড়ি অন্য পরিকল্পনায় চলে যাই,বিভিন্ন ধরণের নিয়মাবলী অনুসরণ করে,বিভিন্ন যোগাসন করে শুধুমাত্র তাদের শরীরকে ঠিক ধাচে রাখার জন্যে। কিন্ত কোনো ধরণের জাদুই বা বিস্ময়কর ব্যাপার নেই যেটা এই শরীর নিখুঁত ধাঁচে রাখতে সারাজীবন সাহায্য করবে।
একথা মনে রাখতে হবে যে, ফিটনেস কে মন থেকে করতে হবে,যদি নিয়মিত অনুশীলন করতে হয় তাহলে আগে মানসিক প্রস্তুতি করতে হবে। একটি সুন্দর ধাঁচে শরীর কে বানানো কোনো প্রক্রিয়ার মাধ্যমে হয় না। এটার মানে এই নয় যে তুমি তোমার প্রাতঃরাশ বা মধ্যান্ন ভোজন বাদ দিয়ে সারাদিন ক্ষুধার্ত থেকে অনুশীলন করবে এবং সমস্ত ধরণের কার্য করবে শুধু নিজের শরীরের ধাঁচ আনার জন্যে। এটা করার জন্যে সময়, সংকল্প ও দৃঢ়তা প্রয়োজন।একটি সঠিক মানসিকতা দিয়ে শুরু করুন এবং নিম্নলিখিত পয়েন্ট অবধান করুন।
• যখনি সম্ভব উচ্ছ ক্যালোরি এবং উচ্ছ চর্বিযুক্ত খাবার প্রত্যাহার করা উচিত এটি শরীরের মধ্যে জমা হতে থাকে।প্রচুর পরিমানে খাটতে এবং চর্বি গলাতে হবে যদি আমরা প্রতিদিন দুগ্ধজাত, চকলেট বার, মাখন, পণ্য, মেয়নেজ এবং অ্যাভোকাডো খেতে থাকি এবং এগুলো গলাতে প্রচুর খরচ করতে হবে।
• প্রতি ১৫ মিনিট এর কার্ডিওভাস্কুলার করার পরে ৫ মিনিটের বিরতি নিতে হবে এবং ওই ৫ মিনিট নিজেকে ঠান্ডা রাখতে হবে। তুমি সত্যি অবাক হবে এটা জেনে যে কি করে শুধুমাত্র দৈনন্দিন ৩০ মিনিটের শারীরিক অনুশীলনে কিভাবে নিজেকে অনুভব করছো। শারীরিক অনুশীলনের দিক থেকে বলা হচ্ছে যে সব সময় গুণমানের ওপর জোর দেওয়া উচিত পরিমানের থেকে। এটা খুবই ভালো যে ৩০ মিনিট এর হাটা পথ এবং কার্ডিওভাস্কুলার যা অস্বাস্থ্যকর চর্বি গলিয়ে দিতে সাহায্য করে। এছাড়া কারোর হৃদস্পন্দন খুব ভালো ভাবে চালানোর উপায় হোলো দু ঘন্টা ধরে হাটা যেটা অস্বাস্থকর ক্যালোরি দূর করে দেয় শরীর থেকে এবং তা আর জমতে দেয় না।
• মনে রাখবেন আপনার শরীরের বৃদ্ধির জন্য শর্করা প্রাথমিক ভাবে দরকার , তারপর প্রোটিন , এবং শেষ পর্যন্ত আপনার শরীরের ফ্যাট ব্যাবহৃত হয়। যখন আপনি মাছ জাতীয় খাদ্যের কথা ভাবছেন , তখন আপনাকে আগে শর্করা জাতীয় খাদ্য আগে নিতে মিষ্টি জাতীয় ব্রেডের মাধ্যমে।

খাদ্য (Nutrition)

ব্যায়াম (Exercises)

প্রেরণা (Motivation)

নারীরা খুব তাড়াতাড়ি তাদের শরীরের ধাঁচ ভালো ভাবে আন্তে পারে এবং খুব তাড়াতাড়িও। আমাদের মধ্যে কেউই চাই না চর্বি যুক্ত শরীর এবং একটি ভারী শরীর। প্রত্যেকের লক্ষ একটি পাতলা এবং ধাঁচের তৈরী শরীর কিন্ত কিছু লোক শুধুমাত্র তাদের ফল পায় প্রচুর পরিমানে অনুশীলন করার পর,এবং তার সাথে তারা তাদের খাবার নিয়ন্ত্রণ করে। কিছু মানুষ আছে যারা সত্যিকারের অলস হয় যারা ঠিকভাবে এই নিয়ম মানে না। এর ফলে শরীরের কোনো ধাঁচ থাকে না এবং চারিদিকে চর্বি তে ভোরে যায়। এই লেখাটি কিছুটা ওজন কমাতে সাহায্য করবে। তুমি এই লেখা গুলো ভালো ভাবে অনুসরণ করো যা একটি সুন্দর চেহারা পেতে সাহায্য করবে। তুমি আরো বেশি মনোবল এবং অনুপ্রেরণা পাবে যখন তুমি কোনো সেলিব্রিটিকে দূরভাসে দেখবে এবং দেখবে তাদের পাতলা এবং আকর্ষণীয় চেহারা।

মহিলাদের শরীরের ধাঁচ উন্নত করার কিছু নিয়মাবলী (Tips to improve body shape for women)

কোনো অস্বাস্থকর খাবার নয় (No unhealthy snacks)

তোমার কাজের জায়গা থেকে আসার পর তুমি খুব ক্ষুদার্ত থাকো। এটি তোমাকে কিছু খাবার খাবার জন্যে উত্তেজিত করবে। এবং তুমি সেই রাস্তার পাশের খাবারের দিকে যাবে যা খুব বাজে পোড়া তেলে এবং দূষিত তেল থেকে তৈরী। কিন্তু তোমায় এই সব খাবার থেকে দূরে থাকতে হবে না হলে শরীরে চর্বি জমবে,তোমাকে এই সমস্ত খাবার থেকে বিরত থাকতেই হবে। যদি তুমি ক্ষুদার্থ থাকো তাহলে এটা খুবই জরুরি যে কিছু শুকনো ফোন বা হেলথি খাবার অথবা পানিও খাওয়া উচিত।

মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকো (Avoid sugar totally)

বেশিরভাগ লোকেদের অভ্যাস আছে যে প্রচুর পরিমানে মিষ্টি খাওয়া। এটা তোমার শরীরে একটা ক্ষতিকর জিনিস। তুমি বয়সের সাথে সাথে উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস রজার দ্বারা আক্রমনিত হতে পারো। এমনকি তোমার লক্ষ্য যে সুন্দর ধাচের শরীর বানানো সেটা একমুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া যদি তুমি প্রচুর অনুশীলন করো এবং খাবারে নিয়ন্ত্রণ করো তা সত্ত্বেও এই মিষ্টি খাবার তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেবে। ইটা সব থেকে ভালো যে চিনির পরিবর্তে মধু খাওয়া।

তোমার শরীরের ওপর নজর দাও (Keep an eye on portion size)

নিয়ন্ত্রণ মানে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা। সেখানে কোনো পরিবর্তন আনা যাবে না। প্রত্যেক পাতলা মহিলা তাদের শরীরের পক্ষে খুব ওয়াকিবহাল। তারা কখনো প্রচুর পরিমানে খাই না যতই তারা কোনো উৎসব বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যাক না কেন। প্রত্যেকটি খাবার তোমার শরীরের একটি নির্দিষ্ট জায়গায় যাচ্ছে এবং সেই ভাবে তা কাজে লাগছে। তোমাকে অবশ্যই প্রচুর পরিমানে সবজি,ফল,প্রোটিন খেতে হবে শরীরের জন্যে।

আপনার ত্বকের শন্দরজ এখন হাতের মুঠোই!!! বিদেশী পন্য এখন Top Gear Bangladesh এ!!

আপনার ত্রুটিপূর্ণ ত্বকের জন্য, ব্রণ, ব্রণের দাগ, ত্বক ফর্সা , ত্বকে এলাজিক, চোখের নিচে দাগ, মুখের লোম রিমুভ সহ ফাটা দাগের জন‍্য আমদানি করা ন্যাচারাল পণ্য ব্যবহারকরুন।
আমাদের আমদানিকৃত সকল পণ্য কিনতে আপনার ফোন নং আমদের ইনবক্স করুণ আমরাই আপনাকে ফোন করে অর্ডার নিয়ে নিব এবং আপনার বাসায় ডেলিভারি করে দিব।

অর্ডার করুন ☏

– 0167 08 30 649

– 0177 31 99 008

– 0185 96 64 134

– 0167 08 30 650

– 0185 99 74 646

– 0199 88 42 212  নম্বরে।

পণ্য দেখতে ভিসিট করুনঃ www.topgearbangladesh.com

Top Gear is on of the best online Clothing brand in Bangladesh. This brand offers you exceptionally easy shopping experience with options of paying through Cash on Delivery, to
Visit our  online store : www.topgearbangladesh.com


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles