আশা করিই ভাল আছেন।
চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমরা যে সকল পিটিসি সাইট ব্যবহার করি, প্রতি ক্লিকে তার আয় খুব ক্ষুদ্র। এই যেমন ০.০০১, ০.০০০৫ ইত্যাদি।
এক সময় এসব করতে বিরক্ত লাগে। রেফারেল ছাড়া আগানো সম্ভব না।
তাই খুঁজে খুঁজে এমন একটা পিটিসি সাইট বের করলাম, যেখানে প্রতি ক্লিকে ০.০৪$ আয় করা সম্ভব। অন্যন্য সাইটের মতো এখানে বেশি সময় দিতে হয়না। খুব অল্প সময়েই অন্য সব সাইট থেকে বেশি আয় করা সম্ভব। একটা একাউন্ট খুলে রাখুন। প্রতিদিন কয়েক মিনিট সময় দিয়ে ক্রেডিট জমা করে এক সময় তুলে ফেলুন।
ক্রেডিট তুলতেও বেশি ঝামেলা নেই। এখানে পেজা, পেপাল সাপোর্ট করে।
স্ক্রীনশটে দেখুন, কাজটা কত সহজ !!!
চলুন দেখে নেয়া যাক একাউন্ট খোলার নিয়মাবলীঃ
১। প্রথমে এই লিঙ্ক এ যান।
২। REGISTER এ ক্লিক করে একাউন্ট খুলে নিন।
৩। VIEW ADS এ ক্লিক করে কাজ শেষ করুন।
৪। প্রতিদিন এভাবে কাজ করে ডলার জমিয়ে ৬ ডলার হলে তা তুলে ফেলুন।
এই সাইট এর কিছু পেমেন্ট প্রুফ দেখে নিন।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আগামী টিউন নিয়ে আবার আসবো
সবাই ভাল থাকবেন আশা করি।
কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন। আমি সমাধান দিবো।
(শব্দের পরিমান কম থাকায় শেষের অংশটি আবার লিখলাম)
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আগামী টিউন নিয়ে আবার আসবো
সবাই ভাল থাকবেন আশা করি।
কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন। আমি সমাধান দিবো।