বিজ্ঞাপন থেকে শুরু করে নানা ধরনের ডিজাইনে কিংবা কার্টুনের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিল-সাদা মেঘ প্রয়োজন হয়। ফটোশপে খুব সহজে এধরনের ব্যাকগ্রাউন্ড তৈরী করে নেয়া যায়। এই টিউটোরিয়ালে ফটোশপের ক্লাউড ফিল্টার ব্যবহার করে এধরনের ব্যাকগ্রাউন্ড তৈরী দেখানোহচ্ছে।
. ফটোশপে নতুন একটি RGB ইমেজ তৈরী করুন অথবা অন্য ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে সেটা ওপেন করুন।
. যে লেয়ারে ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেটা সিলেক্ট করুন অথবা নতুন লেয়ার তৈরী করে নিন।
. টুলবক্সের নিচের দিকে ফোরগ্রাউন্ড কালারে কিলক করুন। কালার পিকার ওপেন হবে। পছন্দমত নীল রং সিলেক্ট করুন। R:55, G:71, B:92 ব্যবহার করতে পারেন।
. মেনু থেকে Filter > Render > Clouds সিলেক্ট করুন। সাথেসাথেই মেঘ পাওয়া যাবে।
. মেঘের কন্ট্রাষ্ট কমাতে চাইলে ফিল্টার মেনু থেকে Fade কমান্ড ব্যবহার করুন। উল্লেখ করা যেতে পারে যে কোন ফিল্টার ব্যবহার করার পরপরই ফেড কমান্ড ব্যবহার করে ফিল্টার ইফেক্টের পরিমান কমানো যায়। অন্য কমান্ড ব্যবহার করলে ফেড কমান্ড পাওয়ার জন্য হিষ্টোরি প্যানেল থেকে সেই ফিল্টার কমান্ডটি সিলেক্ট করতে হয়।
. রং পরিবর্তণ করে বা লেয়ার ব্লেন্ডিং পরিবর্তণ করে নানা ধরনের ইফেক্ট পেতে পারেন। এছাড়া বিশেষ ধরনের মেঘ প্রয়োজন হলে ব্রাশ-স্প্রে ইত্যাদি পেইন্ট টুল ব্যবহার করে কিছুটা একে নিতে পারেন।