Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ফটোগ্রাফির জন্য Topaz Adjust এবং DeNoise

$
0
0

ফটোগ্রাফির জন্য Topaz Adjust এবং DeNoise

ডিজিটাল ক্যামেরায় ছবি উঠানোর পর ছবির সমস্যা দুর করা বা ছবিকে আরো সুন্দর করার কাজটি বেশ কঠিন। অনেকে সরাসরি ফটোশপ ব্যবহার করেন, কেউ ব্যবহার করেন ফটোশপ লাইটরুম কিংবা নাইকন ক্যাপচার এনএক্স, বিবল, ফেজ ওয়ান ক্যাপচার ইত্যাদি সফটঅয়্যার

যারা ফটোশপ ব্যবহার করেন তারা টোপাজ এর ফটোগ্রাফি বিষয়ক দুটি প্লাগইন ব্যবহার করে খুব সহজে ছবি ঠিক করে নিতে পারেন।

 

টোপাজ এডজাষ্ট

এর সাহায্যে ছবির এক্সপোজার, কন্ট্রাস্ট, নয়েজ দুর করা বা আলো ঠিক করার কাজ করা যায় খুব সহজে। ইনষ্টল করা থাকলে ফিল্টার মেনুতে একে পাওয়া যাবে।

.          যে ছবি ঠিক করতে চান সেটা ওপেন করুন।

.          মেনু থেকে Filter > Topaz abs > Topaz Adjust সিলেক্ট করুন। ছবির মত স্ক্রিন পাওয়া যাবে।

.          বামদিকের প্রিসেট থেকে কি পরিবর্তণ করতে চান সেটা সিলেক্ট করুন। নির্দিষ্ট ফিল্টারের ওপর মাউস পয়েন্টার আনলে প্রিভিউ দেখা যাবে। ক্লিক করলে মুল প্রিভিউতে সেটা কাজ                 করবে।

.          মুল ছবির সাথে তুলনা করার জন্য প্রিভিউএর ওপর মাউস চেপে ধরুন। মাউস চেপে ধরলে মুল ছবি এবং ছেড়ে দিলে ফিল্টারসহ ছবি দেখা যাবে।

.          সরাসরি ফিল্টারে যদি সন্তুষ্ট না হন তাহলে ডানদিকে স্লাইডার ব্যবহার করে এক্সপোজার, কন্ট্রাষ্ট, ব্রাইটনেস, হাইলাইট, স্যাডো ইত্যাদি পরিবর্তন করে নিন।

.          সবশেষে ওকে বাটনে ক্লিক করুন এবং সেভ করুন।

টোপাজ ডিনয়েজ

কমদামী ক্যামেরার একটি বড় সমস্যা ছবিতে নয়েজ বা গুড়িগুড়ি দাগ পাওয়া। বিশেষ করে কম আলোতে বা খুব বেশি জুম করলে এই সমস্য বেশি পাওয়া যায়। টোপাজ ডিনয়েজ ব্যবহার করে খুব সহজে এই সমস্যা দুর করতে বা কমাতে পারেন।

ডিনয়েজ ব্যবহারের পদ্ধতি টোপাজ এডজাষ্ট এর মতই। জিপেগ বা র ছবির জন্য পৃথ প্রিসেট রয়েছে। এছাড়া নিজের পছন্দমত প্রয়োজনীয় পরিবর্তণ করে নিতে পারেন।

Creator of clipping path 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles