Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

একটি ক্লিক এর মাধ্যমে সকল ফেসবুক Friend কে আপনার Page এ লাইক করার জন্য Invite করুন

$
0
0

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমি Techtweets এর সাথে অনেকদিন ধরেই আছি,কিন্তু কখনো টিউন করা হয়নি। আজকে হঠাৎ মন চাইল তাই একটি একাউন্ট করে নিলাম। প্রথম টিউন হিসেবে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের টিউনের বিষয় হল একটি ক্লিক এর মাধ্যমে সকল ফেসবুক Friend কে আপনার Page এ লাইক করার জন্য Invite করুন। কাজটি করার জন্য প্রথমেই চলে যান প্লেস্টোরে এবং ইন্সটল করে নিন  Puffin Web Browser ।

ইন্সটল করার পর সেটিং থেকে ডেস্কটপ মোডে যান। তারপর আপনার Page এ চলে যান, এবং ইস্ক্রিনসট এ দেখানো আইকনে ক্লিক করুন।

আইকনটিতে ক্লিক করার পর অনেকগুলি ট্যাব দেখতে পাবেন, সেখান থেকে Bookmark ট্যাব এ ক্লিক করুন এবং যেকোনো একটি ট্যাবকে ইডিট করুন। ইডিট করার সময় Name এ আপনার ইচ্ছামত একটি নাম দিন। নিচের ইস্ক্রিনসটে খেয়াল করুন আমি নামটি Invite Page দিয়েছি।এবং Url বক্সে নিচের স্ক্রিপটি বসান এবং সেইভ করুন।

বুকমার্কটি করা হয়ে গেলে এবার আপনি আপনার পেইজে চলে যান এবং Invite Friends এ ক্লিক করুন।

Invite Friends  এ ক্লিক করার পর স্ক্রিনসটে দেখানো আইকনে আবার ক্লিক করুন, তারপর বুকমার্ক ট্যাবে ক্লিক করুন।

এবং সর্বশেষে আপনি যেই বুকমার্কটি এডিট করেছিলেন সেটিতে ক্লিক করুন।

এবার দেখুন সকল ফ্রেন্ড ইনভাইট হয়ে গিয়েছে।

ধন্যবাদ টিউনটি দেখার জন্য। যদি কোনো ভুল থাকে ভুলগুলি ধরিয়ে দেবেন যাতে করে পরবর্তী টিউনে কোনো ভুল না হয়।টিউনটি বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিও টিউনটি দেখতে পারেন


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles