Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

যৌনমিলনে ভাঙল পুরুষাঙ্গ ভিডিও সহ

$
0
0

যৌনমিলনে বাঁধ ভাঙা উত্তেজনাও কখনও কখনও বিপদ ডেকে আনতে পারে বৈকি। যেমনটা হয়েছে সম্প্রতি ভারতের দিল্লিতে। যৌনমিলনের সময় পুরুষাঙ্গই ভেঙে ফেললেন এক যুবক। ভারতের রাজধানীর AIIMS-এ ৩২ বছর বয়সী এমনই এক রোগী বর্তমানে চিকিৎসাধীন।

যৌনমিলনের সময় হঠাৎই বীভৎস যন্ত্রণা অনুভব করেন ওই যুবক। চিকিৎসকদের কাছে গেলে পরীক্ষা করে দেখা যায় ভেঙেছে খোদ পেনিসই। আর সেটা একটা দুটো টুকরো নয়। একেবারে মাল্টিপল ফ্র্যাকচার। যৌনাঙ্গে প্রচণ্ড যন্ত্রণা, জ্বালা নিয়ে ওই যুবক ভর্তি রয়েছেন দিল্লির AIIMS-এ। সম্প্রতি হাসপাতালের ৩ চিকিৎসকের একটি চিঠিতে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর খবর।

চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন, ওই যুবকের যৌনাঙ্গের মাসল ছিঁড়েছে বেশ কয়েকটি জায়গায়। সাধারণত পুরুষের যৌনাঙ্গে কোনও হাড় থাকে না। পুরোটাই মাসল এবং টিসু ব্লাড। কিন্তু, অত্যাধিক ইরেকশনের কারণে, মাসলে মারাত্মক চাপ পড়ায় তা ছিঁড়ে গেছে। ফলে জ্বালা, যন্ত্রণা ও রক্তপাত হয়েছিল। চিকিৎসকদের দাবি, এখন অনেকটাই সুস্থ ওই যুবক। তবে এখনও পর্যবেক্ষণ চলবে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles