Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

প্রকাশ করুন আপনার একটি আইডিয়া, যা বদলে দি

$
0
0

আইডিয়া তৈরি করা আর তা প্রকাশ করা আলাদা দুটি ব্যপার। আপনি অনেক আইডিয়া জেনারেট করতে পারেন কিন্তু যদি তা প্রকাশ না করেন তাহলে তার কোন মূল্য নেই। তাই আপনার আইডিয়া অনলাইনে তুলে ধরতে পারেন। কারণ এই সময়ে অনলাইন মাধ্যম হলো সবচেয়ে শক্তিশালী আর দ্রুত মাধ্যম যা মূহুর্তেই হাজার মানুষের কাছে আপনার আইডিয়া পৌঁছে দিবে। নিচে কিছু উপায় দেয়া হলো যেগুলোকে আপনি আইডিয়া শেয়ারের মাধ্যম হিসেবে কাজে লাগাতে পারেন।

★ব্লগিংঃ ব্লগিং হলো একটি জনপ্রিয় মাধ্যম। একটি ব্লগ আপনাকে আপনার আইডিয়া লিপিবদ্ধ করতে সাহায্য করবে। আপনি যেকোন সাইটেই ফ্রি ব্লগ খুলতে পারেন। যেমন WordPress অথবা Blogspot ইত্যাদি।

★ফোরামঃ ফোরাম মাধ্যমটিও দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর অনেক সুবিধা রয়েছে। এর মাধ্যমে নিজের আইডিয়া শেয়ার এবং ইউজারদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার সমাধান দেয়ার জন্য প্রয়োজনীয় সকল টুল সংযুক্ত থাকে। যার ফলে সরাসরি কানেক্টেড থেকে আইডিয়ার ব্যাপ্তি ঘটানো যায়। ইন্টার্নেটে এমন অনেক ফ্রি ফোরাম হোস্টিং সাইট পাওয়া যায়। যা গুগল করে পাওয়া যাবে।

★সোশ্যাল কমিউনিটি সাইটঃ সোশ্যাল কমিউনিটি বললে প্রথমেই ফেসবুকের নামটাই চলে আসে। ফেসবুক ইউজারদের জন্য পেজ, ব্লগ, গ্রুপ ইত্যাদি তৈরির সুবিধা দেয়। এর ফলে বন্ধুদের এড করে নিজের আইডিয়া শেয়ার করা যায়। এর সুবিধা হলো শুধু একজন বন্ধুকে এড করলে সয়ংক্রিয়ভাবে তার অন্য বন্ধুরাও পোস্টটি দেখতে পারে। তাই এটিও একটি সহজ ও দ্রুত মাধ্যম। এরকম আরও সাইট আছে। যেমন, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। তবে এগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে। তবুও এগুলো বেশ কাজে দেয়।

★ভিডিও শেয়ারিংঃ আপনার আইডিয়া যদি ভিডিও করে সবার সাথে শেয়ার করা যায় তাহলে তো কথাই নেই। ইউটিউব হলো এমনই একটি সাইট। এর মাধ্যমে আপনার আইডিয়ার ভিডিও ক্লিপ তৈরি করে একটি চ্যানেল খুললেই কিস্তিমাত! চ্যানেলে ভিডিও আপলোড করে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেই হলো। এরকম আরও অনেক ফ্রি ভিডিও শেয়ারিং সাইট গুগল করলেই পেয়ে যাবেন।

★মুলকথাঃ ধরে নিলাম আপনি আইডিয়া তৈরি করে উপরের যেকোন পদ্ধতি বেছে নিয়েছেন। কিন্তু বিজ্ঞাপন মাধ্যম হলো সবচেয়ে কার্যকরী মাধ্যম প্রফেশনালি কাজ করার জন্য। কিন্তু এর মানে এই না যে আপনাকে টাকা খরচ করতে হবে। ঠিক এমনই একটি বাংলাদেশি ফ্রি বিজ্ঞাপন সাইট হলো “ইজি র‍্যাংক আপ”।

সাইটটিতে ভিজিট করতে এখানে ক্লিক করুন

এটি সম্পূর্ণ বাংলা ভাষার সাইট। এটি মোবাইল/কম্পিউটারে সমানভাবে ইউজ করা যায়।আর এটি যেহেতু বাংলা ভাষায় রচিত তাই দেশের যে কেউ এটি বুঝতে সক্ষম। আর এর পাশাপাশি বাংলা ভিডিও টিউটোরিয়াল তো আছেই। সুতরাং নো টেনশন! এখানে আপনার ফেসবুক/ইউটিউব চ্যানেল/টুইটার/ব্লগ ইত্যাদির লিংক যুক্ত করে দিলেই হলো। সয়ংক্রিয় ভাবে হাজার হাজার ব্যবহারকারীর কাছে দ্রুত পৌঁছে যাবে আপনার আইডিয়া ফ্রিতে। কিভাবে লিংক যুক্ত করবেন? বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন

আশাকরি টিউনটি ভালো লেগেছে সবার।

আমার পূর্বের টিউনটি পড়তে এখানে ক্লিক করুন।

ভালো থাকবেন!
ধন্যবাদ!


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles