টেকটুইটস এ এইটা আমার প্রথম পোস্ট । ইচ্ছে ছিল হার্ডওয়্যার নিয়ে অ্যাডভান্স কিছু টপিক কভার করার। পরের পোস্ট গুলোতে সেই টপিক গুলা কভার করার চেষ্টা করবো।
আপনি যদি নিজে আপনার প্রয়োজন অনুযায়ী ডেস্কটপ বানাতে চান তাহলে এই পোস্ট টি পরে নিতে পারেন ।
কম্পিউটার হার্ডওয়্যার কি ?
কম্পিউটার সিস্টেম এর ২টা অংশ – হার্ডওয়্যার এবং সফটওয়্যার ।
কম্পিউটার এর ফিজিক্যাল উপাদান গুলোকে হার্ডওয়্যার বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের হার্ডওয়্যার রয়েছে যা একটি কম্পিউটারের ভিতরেএবং বাইরে সংযুক্ত করা যায়।
কম্পিউটার হার্ডওয়্যার কে কখনও কখনও কম্পিউটার HW হিসাবে সংক্ষেপে ব্যবহার করা হয় ।
একটি ডেস্কটপ কম্পিউটারের ভিতরে গিয়ে দেখে নিন কিভাবে একটি ট্র্যাডিশনাল ডেস্কটপ পিসির মধ্যে সব হার্ডওয়্যার একসঙ্গে সংযুক্ত হয়ে সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম তৈরী করে যা হয়তো আপনি এই মুহূর্তে ব্যবহার করতেছেন।
দ্রষ্টব্য: সফ্টওয়্যার না থাকলে কম্পিউটার সিস্টেম সম্পূর্ণ হয় না, যা হার্ডওয়ার থেকে ভিন্ন। সফ্টওয়্যার হল ডাটা যা ইলেক্ট্রনিকভাবে স্টোর করা হয়, যেমন একটি অপারেটিং সিস্টেম বা একটি ভিডিও এডিটিং টুল যা হার্ডওয়্যারে চলতে থাকে।
কম্পিউটার হার্ডওয়্যার এর তালিকা
এখানে কিছু সাধারণ কম্পিউটার হার্ডওয়্যার এর নাম রয়েছে যা প্রায় সব আধুনিক কম্পিউটারের ভিতরে খুঁজে পাবেন।
- মাদারবোর্ড
- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)
- রান্ডম এক্সেস মেমরি (RAM)
- পাওয়ার সাপ্লাই
- ভিডিও কার্ড
- হার্ড ড্রাইভ (HDD)
- সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি)
- অপটিক্যাল ড্রাইভ (যেমন – ডিভিডি / সিডি ড্রাইভ)
- কার্ড রিডার (এসডি / এসডিএইচসি, সিএফ, ইত্যাদি)
এখানে কিছু সাধারণ হার্ডওয়্যার রয়েছে যা আপনি কম্পিউটারের বাইরের সাথে যুক্ত থাকতে দেখেন:
- মনিটর
- কীবোর্ড
- মাউস
- ব্যাটারি ব্যাকআপ (ইউপিএস)
- ফ্ল্যাশ ড্রাইভ
- প্রিন্টার
- স্পিকার
- এক্সটার্নাল হার্ড ড্রাইভ
এখানে কিছু অল্প প্রয়োজনীয় কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইসের নাম রয়েছে:
- সাউন্ড কার্ড
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (এনআইসি)
- সম্প্রসারণ কার্ড (ফায়ারওয়্যার, ইউএসবি ইত্যাদি)
- হার্ড ড্রাইভ কন্ট্রোলার কার্ড
- স্ক্যানার
- প্রজেক্টর
- জয়স্টিক
- ওয়েবক্যাম
- মাইক্রোফোন
নিম্নোক্ত হার্ডওয়্যারগুলিকে নেটওয়ার্ক হার্ডওয়্যার হিসাবে উল্লেখ করা হয়:
- ডিজিটাল মডেম (যেমন ক্যাবল মডেম, ডিএসএল মডেম ইত্যাদি)
- রাউটার
- নেটওয়ার্ক সুইচ
- এক্সেস পয়েন্ট
- রিপিটার
- প্রিন্ট সার্ভার
- ফায়ারওয়াল
উপরে তালিকাভুক্ত সমস্ত আইটেম ছাড়াও, আরো কিছু কম্পিউটার হার্ডওয়্যার আছে যা কোনও কম্পিউটারে কয়েকটা থাকতেও পারে আবার নাও পারে।
- ফ্যান (CPU, GPU, কেস, ইত্যাদি)
- হিট সিংক
- ডাটা ক্যাবল
- পাওয়ার ক্যাবল
- CMOS ব্যাটারি
উপরের তালিকাভুক্ত কিছু হার্ডওয়্যার কে পেরিফেরাল ডিভাইস বলে। একটি পেরিফেরাল ডিভাইস হল একটি টুকরা হার্ডওয়্যার (ইন্টারনাল অথবা এক্সটার্নাল) যা প্রকৃতপক্ষে কম্পিউটারের মূল ফাংশনে জড়িত নয়। যেমন মনিটর, ভিডিও কার্ড, ডিস্ক ড্রাইভ, এবং মাউস।
নিজে নিজে ডেস্কটপ পিসি বানানোর সহজ উপায় কি ?
আমি সাজেস্ট করবো এক্সপার্ট কারোর হেল্প নিতে। এছাড়া আমি কয়েকদিন আগে Star Tech এর এই PC Builder Tool টি খুঁজে পেয়েছি, আপনি চাইলে এইটা ব্যবহার করতে পারেন । টুলটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তা হল আপনি কম্পোনেন্ট সিলেক্ট করার সাথে সাথে দাম ও দেখতে পাবেন, অনেকটা প্রাইসিং ক্যালকুলেটর এর মতো।
পোস্ট কেমন হলো তা নিচের কমেন্ট এ জানাতে ভুলবেন না
আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন।