Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Walton Primo GH7-Full View Display

$
0
0

কেমন আছেন সবাই? নিশ্চয়-ই ভালো।

আবারো আসলাম আপনাদের সামনে ওয়ালটনের নতুন একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে। আজকে রিভিউ করবো ওয়ালটনের ভুল ভিউ স্মার্টফোন Primo GH7 এর। ডিভাইসটির হাইপ একটু হলে ও বেশি, কেননা এই প্রথম কোন বাংলাদেশী স্মার্টফোনে ব্যবহার করা হলো ভুল ভিউ টেকনোলজি। Primo GH7 এর ডিসপ্লে-তে  ১৮:৯ Aspect ratio রয়েছে।  ৫.৪৫” Full View IPS display’র পাশাপাশি আরো রয়েছ ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম, ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা সহ আরো অনেক কিছু।

চলুন, বিলম্ব না করে Primo GH7 এর ফুল রিভিউ এ যাওয়া যাক।

ডিভাইসের নাম Primo GH7
ডিসপ্লে: 5.45″ Full View IPS Display
2.5D Curved Glass (FWVGA)
প্রোটেকশন নেই
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ২৫০০ মিলি এ্যম্পিয়ার
দাম

আনবক্সিং

Primo GH7  এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:

** Standard Ear phone.

** ট্র্যান্সপারেন্ট ব্যাক কভার

**  ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।

অপারেটিং সিস্টেম।

Primo GH7 এ ব্যবহৃত হয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।

ইউজার ইন্টারফেস

Primo Gh7 এ স্টক ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে। নোটিফিকেশন বার থেকে শুরু করে সকল কিছুতেই স্টক ইউ.আই’র টেষ্ট পাবেন। তবে আইকন গুলো একটু কালারফুল রাখা হয়েছে।

ডিসপ্লে

যেমন টা প্রথমেই বলেছি এই প্রথম বাংলাদেশী স্মার্টফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে Full View Technology. ব্যবহার করা হয়েছে ৫.৪৫” (2.5D Curved) Full View IPS Display.  Display’র aspect ratio হলো 18:9 যা এখন বিপুল পরিমানে জনপ্রিয়। ডিসপ্লের রেজুল্যুশন হলো 960 X 480 Pixel এবং ডিসপ্লে-তে ২৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। Primo GH7 এর টাচ সেন্সেটিভিটি সুপার্ব কোয়ালিটির, ২ আংগুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে ডিভাইসটিতে।

র‌্যাম এবং রম

Primo GH7-এ রয়েছে ১ জিবি DDR3 র‌্যাম। ইন্টারনাল ইন্টারনাল মেমোরী রয়েছে ৮ জিবি। এছাড়া ৩২ জিবি এক্সট্রা মেমোরী কার্ড ইউজ করা যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo GH7- এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.উ।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Primo GH7 এর বিল্ট কোয়ালিটি সুপার্ব কোয়ালিটির। ডিভাইসটি প্লাষ্টিক মেইড হলেও মেটালিক টেক্সচারের মিশ্রণে বডি বিল্ট হওয়ায় মনে হবে যেন ডিভাইসটি মেটালিক। এছাড়া ডিভাইসটি ৪ টি কালারে বাজারে ছাড়া হয়েছে। আর কালার গুলোও বেশ দৃষ্টি নন্দন।

ডিভাইসটির ব্যাক কভারটি মেটালিক টেক্সচারের মিশ্রনে তৈরী হওয়ার কারণে ডিভাইসটির লুকস এতো গর্জিয়াস।

ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রযেছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরায় কিন্তু ফ্ল্যাশ লাইটও ব্যবহার করা হয়েছে। আরো পাবেন ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল, রয়েছে ডিসপ্লে নিচের দিকে।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান পাশে উপরের দিকে।

মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে।

ডিভাইসটির ব্যাক কভারটি সম্পূর্ণ রিমুভেবল। রিয়্যার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় ডুয়ালটোন ফ্ল্যাশ লাইট থাকায় লো-লাইটে ছবি তোলা এখন অনেক সহজতর।

ব্যাটারি রয়েছে ২৫০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। সিম কার্ড ট্রে এবং এস.ডি কার্ড স্লট রয়েছে ব্যাটারির উপরের অংশে।

ক্যামেরা

Primo GH7 এর রিয়্যার প্যানেলে রয়েছে BSI sensor যুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা যা নি:সন্দেহে প্রশংসার দাবিদার।  ক্যামেরা সাথে রয়েছে ডুয়াল টোন এল.ই.ডি ফ্ল্যাশ লাইট। সেলফি তোলার জন্য ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় ফ্রন্ট ফ্ল্যাশ ব্যবহার করায় লো-লাইটেও সেলফি তোলা যাবে।

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo GH7 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো: Accelerometer (3D), Gravity (3D) Light (Brightness) Proximity sensor, GPS with A-GPS ইত্যাদি। Primo GH7 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: Wi-Fi, Bluetooth V4, Micro USB V2, WLAN Hotspot, HSPA+ ইত্যাদি।

স্পেশাল ফিচারস

Primo GH7 এর বেশ কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে। চলুন জেনে নেই ফিচার গুলো।

** 2.5D Curved Glass

** Smart Gesture (ডিসপ্লে  অফ থাকা অবস্থায় ডিসপ্লে উপরে বিভিন্ন লেটার টাইপিং করে বিভিন্ন এ্যপস অন করা। তবে এটা নির্দিষ্ট্য কিছু এ্যপসের মধ্যেই সিমাবদ্ধ)

** 3D Touch

** Notification Light

** Split Dual Screen

** ব্যাটারি সেভার সহ আরো অনেক কিছু।

 

বেঞ্চমার্ক স্কোর

Primo GH7 এর বেঞ্চমার্ক স্কোর গুলো দেখে নিন।

দাম

Primo GH7 এর মূল্য রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা মাত্র।

 

 

 

 

 

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles