যখন যেখানেই যাই না কেন মোবাইল আমাদের সাথেই থাকে। ইন্টারনেট ব্রাউজিং, ছবি তোলা, গেম খেলা সহ আরো নানা প্রয়োজনে এই মোবাইল আমাদের সার্বক্ষণিক সঙ্গী। সুতরাং, মোবাইল কেনার আগে যাচাই বাছাই করে সেরাটা নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।
আপনার প্রয়োজন এবং বাজেটের মধ্যে সামঞ্জস্য রেখে একটা ভালো মোবাইল বেছে নিতে পারেন অল্প কিছু কৌশল মাথায় রেখে। মোবাইল কেনার আগে অবশ্যই তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলো মাথায় রাখবেন :-
- iOS ব্যবহার করা সহজ, অ্যানড্রয়েডে পাবেন অনেকগুলো অপশন। যদি iOS বা অ্যানড্রয়েড কোনটাই না চান এবং এমন কিছু চান যেটা ব্যবহার করা সহজ, যথেষ্ট আপডেটেড অ্যাপও রাখা সম্ভব তাহলে নিতে পারেন আই-ফোন।
- একটা ফোনের জন্য যতটুকু খরচ করা প্রয়োজন কখনোই তার বেশি দাম দিবেন না।
- খেয়াল রাখবেন যেন স্ক্রিনের সাইজ মাপমতো হয়। আপনি যদি এক হাতেই ব্যবহার করতে চান তাহলে মোবাইল কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন স্ক্রিন যেন ৫.৫ ইঞ্চির কম হয়। তবে আপনি যদি ভিডিও দেখতে বা গেম খেলতে পছন্দ করেন তাহলে বড় স্ক্রিনের ফোন নিতে পারেন।