Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

৮০০০ সাংবাদিককে প্রশিক্ষণ দেবে গুগল

$
0
0

আট হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দিতে প্রস্তুতি নিচ্ছে সার্চ জায়ান্ট গুগল। জায়ান্টটি ভারতের এ পরিমাণ সাংবাদিককে প্রশিক্ষণ দেবে।
এর মধ্যে প্রথমে ২০০ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পর তাদের মেন্টর হিসেবে কাজ করাবে প্রতিষ্ঠানটি। এরপর তারা বাকিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।
সারা ভারতেই এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে গুগল। প্রশিক্ষণে প্রধান ভাষা হবে ইংরেজি। ইংরেজির পাশাপাশি মোট ছয় ভাষায় প্রশিক্ষণ দেয়া হবে।
ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা ও কান্নাডা ভাষায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে গুগল ইন্ডিয়া। প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে গুগল বলছে, মূলত তারা ভুয়া সংবাদ ঠেকাতেই এমন উদ্যোগ নিয়েছে।
এর মাধ্যমে সংবাদকর্মীরা কোনটা ভুয়া এবং কোনটা প্রকৃত খবর তা সহজেই চিনতে পারবেন। গুগল বলছে, তারা প্রশিক্ষণের মাধ্যমে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে ভুয়া খবর ঠেকাবে।
গুগল ল্যাবের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান এরিনে জে লুই বলেন, আমরা সংবাদকর্মীদের সঙ্গে মিলে শক্তিশালী নেটওয়ার্ক তৈরিতে কাজ শুরু করছি। এ নেটওয়ার্কের মাধ্যমে আমরা সব ধরনের ভুয়া খবর ছড়ানো রোধে কাজ করব।

আরো পড়ুন


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles