বলা হয়, মানুষের জন্ম, মৃত্যু ও বিয়ের বিষয়টি যে কখন কিভাবে ঘটবে, তা কোনোভাবেই আগে থেকে অনুমান করা সম্ভব নয়। কিন্তু গুগল যেন সেসব পুরনো ধারণাকে ভুল প্রমাণ করে দিচ্ছে। এবার গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এমন পর্যায়ে পৌঁছেছে যে তা রীতিমতো মানুষের এসব বিষয়কেও প্রায় নির্ভুলভাবে অনুমান করতে পারছে।
গুগলের ‘মেডিকেল ব্রেন টিম’ সম্প্রতি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে আরো উন্নত একটি অ্যালগোরিদম নিয়ে কাজ করছে। এতে একজন মানুষ কবে মারা যাবে, সে বিষয়ে প্রায় ৯৫ শতাংশ নিখুঁত পূর্বানুমান করা সম্ভব হয়েছে। পরীক্ষামূলকভাবে এটি হাসপাতালের রোগীদের মাঝে মৃত্যুর সম্ভাবনা অনুমান করে এ সফলতা পেয়েছে।
এমনকি দুটি হাসপাতালের মাঝে তুলনা করে রোগীর কোন হাসপাতালে গেলে কতখানি মৃত্যুর সম্ভাবনা রয়েছে, তাও অনুমান করতে পারছে গুগলের প্রযুক্তি।
↧
আপনি কখন মরবেন তাও জানে গুগল!
↧