Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আপনার ইউটিউব চ্যানেলের জন্য Custom URL লিংক তৈরি করুন

$
0
0

হ্যাল ভিউয়ার আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, কিভাবে ইউটিউব থেকে আমরা একটি কাস্টম Url লিংক তৈরি করবো । কাস্টম Url লিংক তৈরি করার আগে, আপনাদের বলে নিয় ।  ইউটিউব থেকে কাস্টম Url তৈরি হলে  আমরা ইউটিউব চ্যানেলে ১০০ জন সাবক্রাইবার লাগবে । আর তানাহলে কাস্টম Url তৈরি হবে না । আশা করি বুঝতে তাহলে চলুন শুরু করি ।

সবার প্রথমে ইউটিউবে প্রবেশ করে নিন – Youtube.com

সবার প্রথমে আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজার থেকে ইউটিউব সাইটিতে প্রবেশ করে নিবো । তারপর উপরের ডান পাশে থাকা আমাদের ইউটিউব চ্যানেলটার লগু আইকনটিতে ক্লিক করবো ।

এখানে থেকে আমরা Creator Studio তে ক্লিক করবো

তারপর আবার আরেকবার আমাদের ইউটিউব চ্যানেলটার লগু আইকনটিতে ক্লিক করবো । এভার এখান থেকে আমরা Youtube setting এর লগুটিতে ক্লিক করবো ।

তারপর বামপাশের দিকে এসে আমরা Advance Setting এ ক্লিক করবো ।

এই Channel settings এর নিচে দেখেন লিখা রয়েছে । You’re eligible for a custom URL. Claim it here. আপনি একটি কাস্টম URL এর জন্য এখানে ক্লিক করুন । আমরা Claim it here. ক্লিক করে দিবো ।

প্রথম অপশন হল আমাদের ইউটিউব চ্যালেনের নাম । আমরা যদি আমাদের ইউটিউব চানেলের নাম দিয়েই এই কাস্টম URL তৈরি করতে চায় তাহলে এই অপশনটি সিলেকট করে দিব । তারপর নিচের দিকের ইউটিউবের Terms of Use. এর এই জায়গাতে টিক চিহ বসাতে বসিয়ে দিব । এরপরে আমরা Chance Url এ ক্লিক করে দিবো ।

তারপর এখাটায় আমরা আমাদের Confurm Custom Url  টা দেখে নিজ থেকে conform chose এ ক্লিক করে দিবো ।

এই দেখেন আমার ইউটিউব চ্যানেলে Custom Url  সেট হয়েগেছে ।

———————–

তো ভিউয়ার এই ছিল ইউটিউব চ্যানেলে Custom Url  সেট করা নিয়ে আমার এই টিউটোরিয়ালটি ।

Custom Url  সেট করা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে , আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন ।

এই হল আমার ভিডিও

কোন রকমের হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

ফেসবুকে আমি – Shamul Sarkar

ইউটিউবে আমি – Hi Tech Bangla

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles