আপনার গাড়ীর মূল্যমান ঠিক করে গাড়ীর জন্য বীমা করতে হবে। নতুন কিংবা পুরাতন গাড়ীর বীমা করা যায়। বাংলাদেশে এমন অনেক বীমা/ ইন্সুরেন্স কোম্পানী আছে যারা খুব সহজেই এগুলি করে দেয়। গাড়ীর জন্য সাধারনত ৩ ধরনের বীমা হয়ে থাকে, প্রথমত এটাকে বলে কম্প্রিহেনসিভ (বাংলাদেশে অনেকে ফার্স্ট পার্টি বলে থাকে) যেখানে আপনার গাড়ীর যেকোন ধরনের ক্ষতি কিংবা এক্সিডেনেটের জন্য পুলিশ রিপোর্ট অনুযায়ি ক্ষতিপূরন দিয়ে থাকবে এমনকি আপনার গাড়ী যদি এক্সিডেন্টের কারনে অন্য গাড়ীরও ক্ষতিসাধন করে তবে এই বীমা থাকলে সেই গাড়ীর ক্ষতিপূরন দিতেও বাধ্য থাকবে।
এমনকি গাড়ীতে থাকা ড্রাইভার কিংবা প্যাসেঞ্জারের কোন শারিরিক ক্ষতি হলে তার ক্ষতিপূরন দিতেও বাধ্য থাকবে। কম্প্রিহেনসিভ পলিসি’র প্রিমিয়াম এর পরিমান বেশী হয় এরপর যেটা আছে সেটা হচ্ছে, থার্ড পার্টি, যেই পলিসিতে আপনার গাড়ী যদি অন্য গাড়ীর ক্ষতি করে তবে বীমা কর্তৃপক্ষ ঐ ক্ষতিগ্রস্ত গাড়ীর ক্ষতিপূরন দেবে। আপনার গাড়ী আপনাকেই ঠিকঠাক করতে হবে। এই পলিসি’র প্রিমিয়াম তূলনামূলক কম। এরপর আরেকটা পলিসি আছে যেটা ফায়ার এন্ড থেপ্ট, গাড়ী চুরি বা আগুনে পূড়ে গেলে সেই ক্ষতিপূরন দেবে এই পলিসি। বীমা সাধারনত ক্ষতিপূরন দিয়ে থাকে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে।