Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

পেমেন্ট গেটওয়ের নিরাপত্তা নিয়ে কিছু কথা

$
0
0

টেকটিউন্স-এর আগের দিন লেখাটা লেখার পর একটা শান্তি পেয়েছি এই সাইটের ইমিডি রিসপন্স দেখে সত্যি ভাল লেগেছে। প্রমিসিং। বারবার ফিরে আসার জন্য অনুপ্রেরণা পেলাম। আজকে খুব দরকারী একটা টপিক নিয়ে কথা বলা যাক। আমরা সবাই তো কম-বেশি এখন অনলাইনে শপিং করি। অনলাইনেই এখন পেমেন্টও করি। এই পেমেন্ট-এর বিষয়টার নিরাপত্তার দিক নিয়ে আমাদের খুব সাবধান থাকা উচিত। কি করে সাবধান থাকা যায় সেবিষয়টার ব্যপ্তি অনেক বিশাল। আজকে শুরুতে দেখে নেই চলেন নিরাপদ পেমেন্ট গেটওয়ে জিনিসটা আমাদের দরকার কি কি কারনে।

১. নিরাপদ পেমেন্ট গেটওয়ে আপনার ব্যবসার সুনাম বৃদ্ধি করে,

২. পেমেন্টের নিরাপদ উপায় সেলস বৃদ্ধি করতে সাহায্য করে,

৩. পেমেন্টের নিরাপত্তার ব্যবসার ডাটা পলিসিকে নিরাপদ করতে সাহায্য করে,

৪. কাস্টমারদের জন্য সময় সাথে তাল মিলিয়ে বিভিন্ন পেমেন্ট সিস্টেম অফার করা যায়,

৫. কাস্টমারদের বাইয়িং বিহেভিওর সুবিধামত অ্যানালাইসিস করার সুযোগ পাওয়া যায়।

এ সুবিধাগুলা প্রাথমিক স্টেজেই পাওয়া। সময়ের সাথে সাথে সুবিধার ব্যপ্তি আর গভীরতা বাড়তে থাকে। এজন্যই ইদানীং ব্যবসা সংস্থাগুলা দিন দিন তাদের নিরাপত্তার ইস্যুগুলোকে আরো মজবুত করে যাচ্ছে। যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। সামনের দিনগুলাতে আরো বিস্তারিত লিখবো। সাথে থাকবেন।

সূত্রঃ Secure Payment Gateway Service 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles