টেকটিউনস ঘুরে দেখছিলাম, ইন্টারনেট নিয়ে অনেকগুলা টিপস, ট্রিকস দেখতে পেলাম। বেশির ভাগ ইন্টারনেটের ডাটা প্যাকেজ নিয়ে। কিন্তু ইন্টারনেটের কানেকশন নেওয়ার আগে কি কি বিষয় মাথায় রাখতে হয় সেটা নিয়ে তেমন পোস্ট খুব একটা পেলাম না। তো, যথা ভাবনা, তথা কর্ম। আজকে লিখবো ইন্টারনেট কানেকশন নেওয়ার সময় যেসব বিষয় মাথায় রাখতে হয় তা নিয়ে।
১. ইন্টারনেটের কি রকম স্পীড প্রয়োজন হতে পারে,
২. কতগুলো ডিভাইস ইন্টারনেটের ব্যান্ডউইথ ব্যবহার করবে,
৩. এক দিনে, এক সপ্তাহে, এক মাসে কি পরিমান ব্যান্ডউইথ প্রয়োজন হতে পারে,
৪. ইন্টারনেট কানেকশন প্রদানকারী কম্পানীগুলোর বিলিং সিস্টেম কেমন,
৫. কানেকশনের ডাউনটাইম কেমন।
মূলত এই বিষয়গুলোর ভিন্ন ভিন্ন কম্বিনেশন দিয়ে ইন্টারনেটের প্যাকেজ সিস্টেমগুলা হয়ে থাকে। স্পীড, ব্যান্ডউইথ আর ডাউন টাইম হচ্ছে মূল বিষয়। এর বাইরেও রিয়েল আই.পি. কানেকশন নেওয়া সবচেয়ে ভাল। আর রিস্পন্স টাইম (ping time)ও চেক করে নেওয়া উচিত। খুব সহজ করে অল্প কথায় পুরা বিষয় বলার চেষ্টা করলাম। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি সবার ভাল লেগেছে। ধন্যবাদ সময় করে পড়ার জন্য।
সূত্রঃ Best ISP Provider