বাচ্চার সাইজ যেমন তেমনই হোক, ডায়াপার নিয়ে চিন্তার কোন কারণ নেই! হ্যাঁ, কথাটা হাস্যকর মনে হলেও কিন্তু সত্যি। কারণ, ডায়াপার S, L, XL, XXL, XXXL এই কয়েকটি সাইজে বিভক্ত। বাচ্চার সাইজের উপর নির্ভর করে, কিনতে পারবেন ডায়াপারগুলো। ভাবছেন সাইজ কিভাবে বুঝব? চিন্তার কোন কারণ নেই। কারণ, প্রথম অবস্থায় বাচ্চার যদি ছোট সাইজের হয়ে থাকে, তাহলে আপনি S অথবা M সাইজের ডায়াপার কিনে ট্রাই করতে পারেন। আশা করছি, যেকোনোটা হতে পারে। ঠিক তখনই আপনি বুঝতে পারবেন, আপনার বাচ্চার জন্যে কোন সাইজের ডায়াপারটি উপযোগী।
তবে, বাচ্চার ত্বকের উপর নির্ভর করবে অনেক কিছু। কারণ, সব বাচ্চার ত্বকে সব ধরণের ডায়াপার উপযোগী না। সেটাও প্রথম অবস্থায়ই বুঝতে পারবেন। কারণ, আপনি প্রথম অবস্থায় যে ব্র্যান্ডের ডায়াপার বাচ্চাকে পরিয়েছেন, সেটির জন্যে বাচ্চার ত্বকে যদি র্যাশের সৃষ্টি হয়ে থাকে, তাহলে বুঝবেন, আপনাকে ব্র্যান্ড পরিবর্তন করতে হবে। তাই, এসবের কথা চিন্তা করে, বাজারে পাওয়া যাচ্ছে নানান ব্র্যান্ডের ডায়াপার। বাজারে রয়েছে MamyPoko, SuperMom, Avonee, Huggies, Pampers, Molflix, Twinkle, ChuChu, Nannys, Bashundhara, Kidz, NeoCare, LoveBaby, Bebem, Drypers Diaper ইত্যাদি।
এই ব্র্যান্ডগুলো থেকে যেকোনোটি বেছে নিতে পারেন আপনার বাবুর জন্যে। তবে, ব্র্যান্ড পরিবর্তন করেও যদি বাচ্চার ফুসকুরি অথবা র্যাশ সারানো না যায়, তাহলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক। অথবা, র্যাশ সারানোর কিছু পরামর্শ পেতে পারেন, এই লিঙ্কে গিয়ে।
তাহলে, আপনার বাচ্চার জন্যে কোন ব্র্যান্ডের ডায়াপার ভাল বা উপযোগী, সেটা আপনার বাচ্চার ত্বকই বলে দিবে। কারণ, বাচ্চার জন্যে ব্যবহার উপযোগী ডায়াপার বুঝতে পারবেন বাচ্চাকে ডায়াপার পরানোর মাধ্যমেই। তবে, খেয়াল রাখবেন, যে ডায়াপারটি ব্যাবহার করছেন, সেটি যেন আরামদায়ক এবং স্বস্তিকর হয়। কারণ, ডায়াপার যদি আরামদায়ক না হয়, তাহলে বাচ্চা যখন তখন কান্নাকাটি করবে, এবং আপনাকে ঝামেলায় ফেলবে।
তাই, বাচ্চাকে স্বস্তি এবং ঝামেলামুক্ত রাখতে প্রয়োজন সঠিক এবং ভালমানের ডায়াপার ব্যবহার। কিনে রাখুন যত বেশি ততো।