Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

এক ক্লিকেই এডিট করে ফেলুন হাজার হাজার এমপিথ্রি গানের ট্যাগ ফটো সহ।

$
0
0

প্রিয় টেকটুইটস কমিউনিটি,
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। সকলের সুস্বাস্থ কামনা করে শুরু করছি আজকের টিউন। আমরা অনেকেই আছি যারা এমপিথ্রি গানের ট্যাগ এডিট করার জন্য ভাল সফটওয়্যার খুঁজছি । আমার আজকের টিউন তাদের জন্যই। আমরা অনেকে এমপিথ্রি গানের ট্যাগ এডিট করার জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি , কিন্তু সব সফটওয়্যার থেকে সব ধরনের সুবিধা একসাথে পাওয়া যায় না। এমপি থ্রি গানের ট্যাগ এডিট করার জন্য আমার কাছে সবচেয়ে ভাল মনে হয়েছে AIMp3 সফটওয়্যার টা। এটা এক সাথে একটা এমপি থ্রি প্লেয়ার, কনভার্টার এবং ট্যাগ এডিটর।

এমপি থ্রি প্লেয়ার হিসেবেও এই সফটওয়্যার টি আমার পছন্দের তালিকায় শীর্ষে। আমার বিশ্বাস এটি ব্যবহার করার পর আপনারও পছন্দের তালিকায় যুক্ত হয়ে যাবে।

যাই হউক, এই সফটওয়্যার টি দিয়ে খুব সহজে কোন এমপিথ্রি গানের উপর রাইট ক্লিক করে ট্যাগ এডিটর ওপেন করানো যায়। তার পর ফটো সহ সব ধরনের ট্যাগ এডিট করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে ।

এখন এক ক্লিকে অসংখ্য গানের ট্যাগ এডিট করতে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। আমার কাছে একটা সহজ পদ্ধতি আছে । আপনারা যেইটা এক বার দেখলেই পারবেন।
কিভাবে এক ক্লিকে অনেক গানের এমপিথ্রি ট্যাগ এডিট করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি । ভিডিও এর লিংকটা নিচে দেয়া হল:

 

লিংকhttps://www.youtube.com/watch?v=nNjwSFwVir8

 

আশা করি ভিডিওটা দেখার পর বুজতে কোন সমস্যা হবে না, আর এক ক্লিকে অনেক এমপিথ্রি গানের ট্যাগ এডিট করতেও সমস্যা হবে না।

 

ওকে,
তাহলে আজকের মত বিদায়। ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles