Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

খুব সহজে কম্পিউটারের স্পীড বাড়িয়ে নিন কোন সফটওয়ার ছাড়াই

$
0
0

কম্পিউটার কিছু দিন চালানোর পর একটি জিনিস লক্ষ্য করা যায় যে, কম্পিউটারটি আর আগের মত ফাস্ট নেই। স্লো হয়ে গেছে। অনেক সময় এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সফটওয়ার একসাথে চালালে কম্পিউটার কাজ করতে চায় না। . কম্পিউটার কে ফাস্ট করার জন্য আমরা  নানা সফটওয়্যার এর সাহায্য নেই, যেমন, Advance System care, speedUpmypc ইত্যাদি। কিন্তু এতেও কাজ না হলে বিরক্তিতার মাত্রা পার হয়ে গেলে তখন উইন্ডোজ সেটাপ দেই। কিন্তু উইন্ডোজ সেটাপ দেয়া  অনেক ঝামেলার। এত  কিছুর ব্যাকআপ নিয়ে সেটাপ অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই, এই সমস্যার সমাধান এর জন্য আপনি কিছু টিপস ব্যবহার করতে পারেন। এতে করে আপনার কম্পিউটার স্পীড কিছুটা হলেও  বাড়বে।

 

আজ আমি আপনাদের  দেখাব ফ্রী কিভাবে কম্পিউটার এর  স্পীড বাড়াবেন।

 <<<<ভিডিওটা দেখুন এখানে>>>>  ,

আশা করি বুঝতে  পারবেন। এর পরেও যদি কোন কিছু বুজতে না পারেন তাহলে ইউটিউব ভিডিও র নিছে টিউমেন্ট করে জানাবেন।

সময় কম থাকায় লিখে বলতে পারলাম না বলে দুঃখিত।

নিচের ভিডিও টা ভালোভাবে দেখুন

 

ভিডিও টা ভালো লাগলে আমার চ্যানেল টা ঘুরে আসুন SazzaD TheTraffic

 

 

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার টিউন টা পড়ার জন্য। আগামীতে আবার  ও দেখা হবে ইনশাল্লাহ।।।

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles