Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

অনলাইন থেকে ডলার ইনকাম করার সহজ এবং কার্যকরী তরিকা ।

$
0
0

আসসালামু আলাইকুম।
প্রিয় টেকটুইটস কমিউনিটি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ইউটিউব এডসেন্স ইনকাম নিয়ে। আগেই বলে নিচ্ছি, যারা ইতোমধ্যে ইউটিউব এডসেন্স নিয়ে কাজ করছেন এই টিউন আপনাদের জন্য না। এই টিউন তাদের জন্য যারা ইউটিউব এডসেন্স নিয়ে কাজ করতে চাচ্ছেন বা মাত্র শুরু করেছেন।
এই টিউনে নতুনদের জন্য কিছু ভিডিও শেয়ার করা হয়েছে যা সিরিয়ালি দেখলে যারা কিছুই জানেনা তারাও ইউটিউব এডসেন্স ইনকাম শুরু করতে পারবে এবং সফল হতে পারবে ইনশাআল্লাহ। তাছাড়া যারা মাত্র ইউটিউবিং শুরু করেছেন কিন্তু ভিউ আসছে না বা ভিউ আসলেও ইনকাম তেমন আসছে না তাদের জন্য রয়েছে বেশ কিছু টিপস এবং ট্রিকস। আশা করি সকলের উপকারে আসবে।


চলুন শুরু করা যাক:

1. সাধারন দিকনির্দেশনা : https://www.youtube.com/watch?v=sTAhklWWnZY&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=1

এই ভিডিওতে একদম সহজ ভাবে একনজরে ইউটিউব এডসেন্স ইনকাম কি? কি কি যোগ্যতা লাগবে? কি কি ইন্সট্রুমেন্ট লাগবে? কিভাবে শুরু করবেন? কিভাবে কন্টিনিউ করবেন এই সমস্ত বিষয় গুলো সম্পর্কে সাধারনভাবে আলোচনা করা হয়েছে।

 

2. পরিপূর্ন চ্যানেল তৈরি : https://www.youtube.com/watch?v=PxhkvDmu0co&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=2

ইউটিউব এডসেন্স নিয়ে কাজ করার জন্য প্রথমেই আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটা জিমেইল খুলে সঠিক পদ্ধতিতে একটা পরিপূর্ন ইউটিউব চ্যানেল খুলবেন।

 

3. চ্যানেলটাকে প্রফেশনালদের মত সাজান : https://www.youtube.com/watch?v=lWeRoqvWHlI&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=3

আপনি চ্যানেল খুললেন ঠিক আছে। কিন্তু যেহেতু আপনি টাকা ইনকামের জন্য চ্যানেল টা ব্যবহার করবেন সেহেতু আপনার চ্যানেলটাও প্রফেশনালদের মত হওয়া চাই। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনার চ্যানেলটাকে সুন্দর ভাবে সঠিক নিয়মে এসইও ফেন্ডলি করে সাজিয়ে ভিডিও আপলোড করবেন।

 

4. মুনিটাইজ চালু করে এডসেন্স এর জন্য এপ্লাই করুন : https://www.youtube.com/watch?v=wJj0SJVx_GA&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=4

আপনি যখন কয়েকটা ইউনিক ভিডিও আপলোড করে চ্যানেলটা মোটামুটি দাড় করিয়ে ফেলবেন তখন আপনাকে আপনার ভিডিওগুলো মুনিটাইজ করতে হবে। অথ্যাৎ আপনার ভিডিওতে এড প্রদর্শন করানো চালু করতে হবে। মূলত এইসব এডপ্রদর্শনের জন্যই গুগল এডসেন্স তথা এডভার্টাইজার কোম্পানিগুলো আপনাকে টাকা দেবে। মুনিটাইজ চালু করার পর আপনার ইউটিউব চ্যানেলটাকে এডসেন্সের সাথে কানেক্ট করাতে হবে। এই সমস্ত বিষয়গুলোই এই 4 নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে।

 

5. ভিউ বাড়ানোর কিছু কৌশল: https://www.youtube.com/watch?v=jov8S5vh2h4&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=5

আপনি যখন চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে ভিডিও আপলোড করে [কিভাবে ভিডিও বানাবেন এগুলো নিয়ে শেষের দিকে টিউটরিয়াল থাকবে] এডসেন্স কানেক্ট করা পর্যন্ত কাজগুলো করে ফেলবেন তখন আপনার বাকি থাকবে শুধু ভিডিও আপলোডের ধারা অভ্যাহত রাখা আর ভিউ সাবস্ক্রাইবার বাড়িয়ে ভিডিওগুলো র‌্যাঙ্ক করা। আপনার যত ভিউ হবে আপনার এডক্লিক, এড ইমপ্রেশন তত বাড়বে, মোটকথা আপনার আয় তত বাড়বে। এই ভিডিওতে একটা ভিডিও আপলোডের পূর্বে এবং পরে এসইও এর কি কি কাজ করে ভিডিও এর ভিউ বাড়ানো যায় ভিডিও র‌্যাঙ্কে আনা যায় সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

6. সাবস্ক্রাইবার বাড়ানোর কিছু কৌশল: https://www.youtube.com/watch?v=p5e19nE7tas&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=6

শুধু ভিউ বাড়ালে হবে না, সাথে সাথে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে হবে। সেজন্য প্রয়োজন আপনার চ্যানেলটাকে অপটিমাইজ করা অথ্যাৎ আপনার চ্যানেলের এসইও করা। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটা চ্যানেলকে পরিপূর্ন অপটিমাইজ করে সার্চে প্রথম পেইজে আনা যায় এবংসাথে সাথে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানো যায়।

 

7. কাষ্টম সাবস্ক্রাইব লিংক দিয়ে সাবস্ক্রাইবার বাড়ানো: https://www.youtube.com/watch?v=WZEVPTChTe0&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=7

সাবস্ক্রাইবার বাড়ানোর অনেক ট্রিকস আছে। যার মধ্যে একটা হল কাষ্টম সাবস্ক্রাইবার লিংক তৈরি করে সেটা বিভিন্ন স্থানে শেয়ার করে ভিজিটর নিয়ে আসা। আপনি যদি এটা করেন তাহলে আপনার ড্রাইভ করা ভিজিটর সাবস্ক্রাইব করার জন্য একটা পপআপ পাবে। এতে করে আপনার সাবস্ক্রাইবার বাড়বে। এরকম আরও ট্রিকস পরবর্তিতে দেয়া হবে।

 

8. আর্নিং বাড়ানোর কিছু কার্যকরী কৌশল [অবশ্যই দেখবেন]: https://www.youtube.com/watch?v=JlrnUrrfSK8&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=8

অনেকেই বলে যে ভাই আমি ভিউ পাচ্ছি কিন্ত আমার আর্নিং ভাল আসছে না। আপনার কথা ঠিক আছে। আপনার আর্নিং বাড়ানোর জন্য এই ভিডিওটা দেখতে পারেন। এখানে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হয়েছে যেগুলো এপ্লাই করলে আপনার আর্নিং কয়েক গুন বেড়ে যাবে।

 

প্রত্যেক চ্যানেলেই একটা চ্যানেল ট্রেইলার থাকে। আপনার চ্যানেলের জন্য কিভাবে চ্যানেল ট্রেইলার বানাবেন এটা জানার জন্য এই ভিডিওটা দেখুন : https://www.youtube.com/watch?v=ozCpqk4czdo&list=PLklrqTyagaXYGtwjG_geSdHYcEPLotQet&index=9

 

আর ইউটিউব ভিডিও মেক করতে আমাদের অডিও নিয়ে কাজ করতে হয়। তাই অডিও এডিটিং শেখাটাও জরুরি। অডিও এডিটিং শিখতে এই প্লেলিষ্ট টা দেখুন: https://www.youtube.com/playlist?list=PLklrqTyagaXbWdQ8hzCNSOwNfdb82FWEG

 

[ আপাতত এই পর্যন্তই। আগামি ভিডিও গুলোতে কিভাবে আপনার চ্যানেলের জন্য ভিডিও বানাবেন এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া এবং ভিডিও মেকিং টিউটরিয়াল দেয়া হবে। তাছাড়া ইউটিউব ইনকামের সাথে জরিত বিভিন্ন টিপস ট্রিক্স এবং আনুসাঙ্গিক টিউটরিয়াল দেয়া হবে।]

 

অনেক কথা বলা হয়ে গেল। অবশেষে এটাই বলতে চাই, শিখুন, দেখুন, আইডিয়া জেনারেট করুন আর লেগে থাকুন। সফল একদিন হবেনই।
ধন্যবাদ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles