Meizu M3 Note হ্যান্ডসেটটি Meizu ব্র্যান্ডের এম সিরিজের একটি স্মার্টফোন। ১৪ হাজার ৭৯৯ টাকার স্মার্টফোনটি গুনগতভাবে উন্নত।।ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স সব দিক থেকেই অসাধারন মোবাইল ফোনটি।দুর্দান্ত ফিচারের স্মার্টফোন Meizu M3 Note।
অনেক নতুন নতুন ফিচারের স্মার্টফোন বাজারে পেলেও মানুষ সব কিছুর আগে ক্যামেরা, ব্যাটারি এই জিনিসগুলির দিকে একটু বেশি নজর দেয়।তবে যে দিকেই নজর দেয়া হোক না কেন এই স্মার্টফোনটিকে কোন দিক থেকেই পিছিয়ে ফেলা যাবে না।
মেইজু ব্র্যান্ড এর এই স্মার্টফোনটি বাজারে এসেছে ১৩ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা নিয়ে যা ব্যাবহারকারীদের পছন্দের তালিকায় প্রথম দিকেই আছে বলা যায়। ১৩ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফোনটি ক্যামেরা স্পেসিফিকেশন। এম সিরিজের তৃতীয় জেনারেশন এর এই ফ্ল্যাগশীপ ডিভাইসটি উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন গুলোর মধ্যেই পরে বলতে গেলে। এই স্মার্টফোনটির মেটাল বডি, বড় ডিসপ্লে , সুপার ব্যাটারি এবং অসাধারন ক্যামেরা ফোনটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।