বাজারে প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন স্মার্টফোন।ভিন্ন ফিচারের স্মার্টফোনের বাজারে এখন টিকে থাকা কঠিন।কিন্তু তাই বলে পিছিয়ে নেই কোন ব্র্যান্ড। ভিন্ন ধরনের ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের মোবাইল ফোন নিয়ে আসছে প্রতিদিনই কোন না কোন আলোচিত ব্র্যান্ড।
অনেক আলোচিত ব্র্যান্ডের অনেক মোবাইল ফোন আছে যা মানুষের নাগালের মধ্যে না। ভাল লাগলেও কেনার সামর্থ্য অনেকেরই হয় না। তাই সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে সুলভ মুল্যে মনের মত ফোন নিয়ে এসেছে সিম্ফনি ব্র্যান্ড।
রাজধানীর একটি শপিং মলে গতকাল মঙ্গলবার সিম্ফনি পি৭ মডেলের স্মার্টফোন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিম্ফনি মোবাইলের জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, বিপণন পরিচালক আশরাফুল হক, উপমহাব্যবস্থাপক এম এ হানিফ, এডিসন ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং কাজী জহির উদ্দীন এবং জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।