Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Snapdragon 821 চিপসেট ব্যবহৃত সেরা স্মার্টফোনগুলি

$
0
0

২০১৬ সালে অনেক মোবাইল ফোন এলেও সব মোবাইল ফোনকে আমরা সেরার তালিকায় নিতে পারি না। ২০১৬ সালে এমন কয়েকটি হ্যান্ডসেট এসেছে যেগুলি সেরার তালিকায় আছে এবং ওইসব মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 821 চিপসেট।এমন ৭ টি স্মার্টফোন নিয়ে নীচে আলোচনা করা হল।

Xiaomi Mi Mix
৬.৪ ইঞ্ছির ডিসপ্লের ফোনটি দারুন ডিজাইনের। ফোনটি হাতে নিলেই বোঝা যাবে কতটা চমৎকার। ডিভাইসটির সামনে পুরটাই ডিসপ্লে। আর এই ফোনের সেলফি ক্যামেরা রয়েছে একদমই নীচে। এর সামনে রয়েছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা এবং পিছনে রয়েছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা। ৪৪০০ মিলি অ্যাম্পেয়ার এর ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট। ফোনটির দাম ধারনা করা হচ্ছে ৪০ হাজারের উপরে হবে।

Google pixel/XL
এটি গুগলের তৈরী প্রথম স্মার্টফোন। এই ফোনটি এসেছে দুটি ভার্সনে। এর একটিতে রয়েছে ৫ ইঞ্ছি ডিসপ্লে এবং অপরটিতে রয়েছে ৫.৫ ইঞ্ছি ডিসপ্লে। ডিভাইস টিতে রয়েছে ৪ জিবি র্যা ম। এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট ব্যবহার করা হলেও একে ডাউনগ্রেড করে Clock speed 820 করা হয়েছে।

snapdragon

Xiaomi Mi Note 2
মনকাড়া ও মানসম্মত ডিজাইনের এই স্মার্টফোনটির গ্যালাক্সি এস ৭ এজের মত বাঁকানো ডিসপ্লে। এর ক্যামেরা রয়েছে ২২.৫ মেগা পিক্সেল এর এবং সেলফি ক্যামেরা রয়েছে ৮ মেগা পিক্সেল। ডিভাইসটিতে রয়েছে ৪০৭০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি।

বিস্তারিত জানুন


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles