Quantcast
Viewing all articles
Browse latest Browse all 3243

বিস্ফোরণ এবার আইফোনে

কিছু দিন পর পরই ফোনে আগুন লাগার কথা এখন প্রায়ই শোনা যায়।সামসাং গ্যালাক্সি নোট ৭ এর পরে এবার আগুন লাগার ঘটনা শোনা গেল আইফোন ৭ প্লাসে। চীনে অসাবধানতাবসত আইফোন ৭ প্লাস এক ব্যাক্তির হাত থেকে মাটিতে পরে যাওয়ার পরে এতে বিস্ফোরন ঘটে, এমনটাই প্রকাশিত হয়েছে গিজমোচায়না নামের এক ওয়েবসাইটে। ফোনটি বিস্ফোরনের সাথে সাথে ডিসপ্লে সম্পুর্ন পৃথক হয়ে যায় ফোনটি থেকে। এই দুর্ঘটনার সময় ফোনটিতে কম্পন সৃষ্টি হয় এবং ফোনটি থেকে ধোঁয়া বের হতে থাকে।

নতুন এই আইফোন বিস্ফোরনের ঘটনায় কোন ধরনের মন্তব্য করেনি কর্তৃপক্ষ।

এর আগেই বিস্ফোরিত হয়েছে।এই বছর চতুর্থ বারের মত আইফোন বিস্ফোরনের ঘটনা ঘটলো।এর আগে গত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার এক সার্ফার তাঁর নতুন আইফোনে আগুন লাগার ঘটনা জানান। এতে তাঁর গাড়ি পুড়ে যায়।

ম্যাট জোন্স নামের ওই সার্ফারের দাবি, গাড়িতে কাপড়ের স্তূপের মধ্যে ফোনটি রাখা ছিল। সেটি বিস্ফোরিত হয়ে কাপড়ে আগুন লাগে এবং পুরো গাড়িতে আগুন লেগে যায়। জোন্স দাবি করেন, তিনি কখনো আইফোনের চার্জার বাদে অন্য চার্জার ব্যবহার করেননি কিংবা ফোনটি কখনো পড়ে যায়নি। সিগারেট বা অন্য কোনোভাবে আগুন লাগার ঘটনাও অস্বীকার করেন তিনি। ফোনের ভেতরেই কিছু গড়বড় ছিল বলে মনে করেন তিনি।
তার আগে এক রেডিট ব্যবহারকারী তাঁর সহকর্মীর নতুন আইফোন ৭ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানান।

বিশ্লেষকেরা বলছেন, ফোনের মান নিয়ন্ত্রণের বিষয়ে অ্যাপল খুব জোর দেওয়ার দাবি করে। কিন্তু পরপর চারবার ফোন বিস্ফোরণের ঘটনায় অ্যাপলকে বিষয়টির দিকে আরও গুরুত্ব দিতে হবে।কয়েকটি ব্র্যান্ডের ফোনেই এই বিস্ফোরনের ঘটনা ঘটেছে।শুধু অ্যাপল বা সামসাং না। শিয়াওমি ব্র্যান্ডের ফোন এমনকি ভারতের রিলায়েন্স লিফ নামের একটি ফোনেও এই বিস্ফোরন ঘটেছে।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles