Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

চমৎকার লঞ্চার অ্যাপ MIUI Launcher Premium

$
0
0

নামকরা ব্র্যান্ড শিয়াওমি একের পর এক নতুন হ্যান্ডসেট এবং আপডেট নিয়ে আসছে।এই ব্র্যান্ডের ফোনগুলি অসাধারন ফিচারসম্পন্ন,ডিফারেন্ট লুক এবং কাস্টমাইজেশনের মত বিভিন্ন সুবিধা থাকার জন্য খুব কম সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্ত অনেকের কাছেই শিয়াওমির হ্যান্ডসেট নেই। যাদের কাছে শিয়াওমির হ্যান্ডসেট নেই তারা চাইলে নিজেদের হ্যান্ডসেটটিকে শিয়াওমির হ্যান্ডসেটের মত লুক দিতে পারেন।এর জন্য রয়েছে শিয়াওমি লঞ্চার অ্যাপ।

অ্যাপটির বৈশিষ্ট্য হল-

১. শিয়াওমি ব্র্যান্ডের সব থিম এবং আইকন আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এই লঞ্চার অ্যাপের সাহায্যে।
২. আপনি অ্যাপ ড্রয়ার ছাড়াই প্রয়োজনীয় সকল অ্যাপ ওপেন করতে পারবেন ডেস্কটপ মুড থেকে।
৩. এর সাহায্যে খুব সহজেই আপনি অ্যাপ ডিলিট বা আনইন্সটল করতে পারবেন।
৪. অনেক বেশি জেশ্চারের সুবিধা পাবেন আপনি।
৫. বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে।
৬. নতুন নতুন লুকের সুবিধা রয়েছে।
৭. অ্যাপটির সাইজ ২.৮ এমবি।
৮. অ্যাপটি প্রিমিয়াম ভার্সনের হলেও ফ্রীতেই ডাউনলোড করা যায়।

কিভাবে পাবেন অ্যাপটি-

অ্যাপটি ডাউনলোড করার জন্য লিঙ্কে গিয়ে Free Download এ ক্লিক করুন।এবার কোড গুলি পাশের বক্সে দিয়ে Download File এ ক্লিক করুন।এখন নীচে অ্যাপটির নাম খুঁজুন।অ্যাপটির নাম দেখতে পেলে সেই নামে ক্লিক করুন(Default / UC Browser)।দেখেবন হয়ে গেছে আপনার অ্যাপ ডাউনলোড। এবার ইচ্ছামত ব্যবহার করুন অসাধারন অ্যাপটি।

ডাউনলোড লিঙ্ক MIUI Launcher Premium


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles