কি বিশেষত্ব এই অ্যাপ এ??
এটি অন্য সকল সামাজিক অ্যাপ এর মতনই, যেমন Whatsapp,Imo কিন্তু এই সব অ্যাপ এর থেকে গুগলের অ্যাপ আলাদা কারন এই অ্যাপ এ রয়েছে Google Assistance যার সাথে আপনি দিন রাত ২৪ ঘণ্টাই চ্যাট করতে পারবেন এবং আপনার যে কোন প্রশ্নের জবাবে এই অ্যাপটি যথাসাধ্য হেল্প করবে । আপনি এই অ্যাপ এর সাথে আর ৫-১০ টি মানুষের মতনই কথা বলতে পারবেন । কিছু মানুষ তো থাকেই যারা এসএমএস সীন করে রেখে দেয় উত্তর দেয় না, তবে এই অ্যাপ আপনাকে উত্তর দিবেই এবং .৫ সেকেন্ডের মধ্যেই ।
আপনি যদি এই অ্যাপ ইউস করেন তাহলে আলাদা করে গুগল এর সার্চ ইঞ্জিন ইউস করতে হবে না, আপনি যা হেল্প চাইবেন তাই সে করবে । যদি বলেন অ্যাপ কে “I am hungry” সে সাথে সাথে আপনি যেখানে আছেন তার আশে পাশে ৭ কিলোমিটার এর মধ্যে যত ধরনের খাবারের দোকান আছে সব Location সহ শো করবে । এ তো গেল একটা উদাহরন ।
আবার এই অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল কন্ট্রোল করতে পারবেন । আপনি সুধু যদি ভয়েস কমান্ডের মাধ্যমে অথবা লিখে বলেন যে “Set alarm at 7:30 am” তাহলে এই অ্যাপ নিজে নিজেই সকাল ৭ঃ৩০ এ অ্যালার্ম সেট করে দিবে, বিশ্বাস হচ্ছে না তো? একবার নিচের ভিডিও টা দেখেই আসুন । কথা দিচ্ছি, ভিডিও দেখলে আপনি নিজেই অ্যাপটা ডাউনলোড করে ইউস করা শুরু করে দিবেন ।
কোন ধরনের জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, উত্তর দেয়ার চেষ্টা করব ।
এটা আমার প্রথম টিউন, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভাল থাকবেন ।