Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আসুন জানি B2B কি?? বিশ্ববাজারে এর চাহিদা

$
0
0

যেকোন পণ্য কেনার ক্ষেত্রে অথবা বিক্রি করার ক্ষেত্রে বর্তমানে মানুষ ইন্টারনেটের উপর অনেকাংশেই নির্ভরশীল। তাদের প্রয়োজনীয় পণ্য খুঁজে বের করা থেকে শুরু করে দর-দাম করা পর্যন্ত সবই অনলাইনের মাধ্যমে করা সম্ভব। B2B এর মাধ্যমে ছোট-বড় সকল পর্যায়ের প্রস্তুতকারক, আমদানিকারক বা সরবরাহকারী তাদের পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারে। এই প্লাটফরমের প্রধান উদ্দেশ্য হল, এই সকল পণ্য বিশ্বের সামনে তুলে ধরা এবং সঠিক মূল্যে ক্রেতার কাছে সরবরাহ করা।

অনলাইন B2B পোর্টালের মাধ্যমে একটি ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান অপর একটি ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের মধ্যকার লেনদেনের মাধ্যমে বাণিজ্যিকভাবে উপকৃত করে থাকে। এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন এবং স্বল্প ব্যয়ে তাদের চাহিদা পূরণ হচ্ছে।

B2B প্লাটফরম যা যা সুবিধা দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ

  • এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহকারীর সাথে ক্রেতার ভার্চুয়ালী দাম নির্ধারণ হয়ে থাকে।
  • এই প্ল্যাটফর্ম একজন বিক্রেতাকে বিশ্বস্ত ক্রেতা দিতে সাহায্য করবে যাতে করে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক ভার্চুয়াল হলেও একটি আস্থা তৈরি হয়, যার ফলে তাদের মধ্যকার লেনদেনের ক্ষেত্রে প্রতারণার সুযোগটা অনেকাংশেই কমে যায়।
  • একই ভাবে একজন ক্রেতাকেও বিশ্বস্ত সরবরাহকারী পেতে সাহায্য করা হয় যেন পণ্যের গুণগত মান ঠিক থাকে।
  • সরবরাহকারীকে তার ব্যবসায় অগ্রসর হওয়ার জন্য সাহায্য করে থাকে।
  • ক্রেতার ক্ষেত্রে কোণো পণ্য কেনার পদ্ধতি আরও সহজ করা হয়।

b2b market place

B2B প্লাটফরমের লক্ষ্যঃ

  • উন্নত দেশের মত বাংলাদেশেও শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফমের সকল সুযোগ-সুবিধা দেয়া।
  • বিশ্ববাজারে নিজেদের স্থান সুনিশ্চিত করা।
  • কাস্টমারদের আরও সুযোগ সুবিধা দেয়া।
  • কাস্টমারদের সন্তুষ্টি নিশ্চিত করা।
  • ব্যবসাক্ষেত্রকে আরও সহজ করা।
  • অনলাইন পোর্টাল এর মাধ্যমে ক্রেতা–বিক্রেতা উভয়ই তাদের প্রয়োজনীয় পণ্যের জন্য অর্ডার করতে পারবে, যেখানে উভয়পক্ষ তাদের প্রয়োজনীয় তথ্য দেখতে পারবে।
  • B2B প্লাটফরমের প্রথম এবং উল্লেখযোগ্য সুবিধা হল অসংখ্য ক্রেতা বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করতে পারা যেখানে ছোটবড় পাইকারী এবং খুচরা সকল ক্রেতা-বিক্রেতা যুক্ত থাকবে।
  • অনলাইন মার্কেট প্লেস একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আরও অগ্রসর করতে পারে। তাদের ব্যবসা ক্ষেত্রে নতুন এবং আরও সহজ ভাবে কাজের পরিধিকে প্রসস্থ করে তুলতে সাহায্য করে।
  • B2B প্লাটফরম এমন একটি সহজলভ্য মাধ্যম যেখানে ক্রেতা-বিক্রেতা খুব সহজে তাদের লেনদেন করতে পারে। অল্প সময়ের মধ্যে অনেক পণ্য একই সাথে দেখা এবং তাদের নির্ধারিত দাম জানা, তুলনা করা যায়।
  • পাইকারি ক্রেতা বা ব্যবসায়ীদের জন্য এটি অন্যতম সহজ মাধ্যম কারন অল্প সময়, অল্প খরচে সে সকল পণ্যের যাচাই করতে পারে।
  • একইভাবে একজন পাইকারি বিক্রেতা বা প্রস্তুতকারক একই সময় অনেক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারবে, কতজন ক্রেতা তার পণ্য দেখছে বা আগ্রহ প্রকাশ করছে সেটাও সে পর্যবেক্ষণ করতে পারবে। বিভিন্ন দেশে সে তার পণ্য সঠিক মূল্যে বিক্রয় করতে পারবে। এটা ছোট-বড় যেকোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের জন্য বড় সুযোগ।
  • উভয়পক্ষই তাদের পণ্যের বাজেট ঠিক করা, সঠিক মূল্য নির্ধারণ করা, পর্যালোচনা করতে পারে।
  • এই প্লাটফরমের মাধ্যমে বিক্রয় বাজারে একটি “উন্নত ব্র্যান্ড”’ হিসাবে পরিচিতি লাভ করা এবং নিজেদের স্থান সুনিশ্চিত করা সম্ভব।
  • এই প্লাটফরম নতুন ক্রেতা বৃদ্ধি ছাড়াও তাদের পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার ছাড়, বিজ্ঞাপন, প্রমোশন করে থাকে। ক্রেতাকে বিভিন্ন নতুন পণ্য সম্পর্কে জাননো, নতুন পণ্যের সুবিধা এবং অন্যান্য মান সম্পর্কে নিশ্চিত করা হয়।
  • এই প্লাটফরমের মাধ্যমে লেনদেনস্বল্পখরচে হয়ে থাকে।
  • সময় সংরক্ষণ করা
  • যখন কোন ব্যবসায়ী অসংখ্য ক্রেতা বা বিক্রেতার সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে সে খুব সহজেই অল্প বিনিয়োগে তার ব্যবসা স্বয়ংক্রিয় করতে পারে।
  • নির্দিষ্ট কী-ওয়ার্ড ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে ক্রেতা-বিক্রেতার নতুন পণ্য সম্পর্কে জানানো হয় যেন আপনি আপনার পছন্দ মত পণ্য খুঁজে নিতে পারেন।
  • B2B প্লাটফরম বর্তমানে ব্যবসা সংক্রান্ত অনেক জটিলতাকেই দূর করেছে। যেমন ছোট ছোট কোম্পানির নাম, লগো এবং অন্যান্য কাগজপত্র সম্পর্কিত সমস্যা, সাথে সাথে এই সকল প্রস্তুতকারকদের LC সংক্রান্ত সমস্যার সমাধান দিয়ে থাকে।

এই সকল সুবিধা দিচ্ছে বাংলাদেশের প্রথম B2B প্ল্যাটফরম BDTDC

BDTDC বাংলাদেশের প্রথম, বৃহত্তর এবং পরিবেশ বান্ধব B2B অনলাইনে মার্কেট। যেখানে অনলাইনের মাধ্যমে প্রস্তুতকারক, আমদানিকারক এবং সরবরাহকারী এর সাথে রপ্তানিকারকের মধ্যকার বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে।

আমাদের প্রধান উদ্দেশ্য ক্ষুদ্র প্রস্তুতকারক থেকে শুরু করে সকল প্রকার প্রস্তুতকারকদের বিশ্বের সামনে আমাদের প্লাটফরম এর মাধ্যমে তুলে ধরা, তাদের বাণিজ্যিক পথ এবং যোগাযোগ মাধ্যম আরও সহজ করা। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য বিশ্বব্যাপী ক্রেতাদের সাথে বাংলাদেশী সরবরাহকারীদের সংযোগ তৈরি করা।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles